shono
Advertisement
Pahalgam attack

পহেলগাঁও হামলার ২৪ ঘণ্টার মধ্যেই বড় অভিযান সেনার, বারামুলায় খতম দুই জঙ্গি

মৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র।
Published By: Amit Kumar DasPosted: 10:07 AM Apr 23, 2025Updated: 11:03 AM Apr 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে পর্যটকদের উপর নৃশংস হামলার ২৪ ঘণ্টার মধ্যেই এবার পালটা আঘাত। জম্মু ও কাশ্মীরের বারামুলায় সেনা অভিযানে খতম দুই জঙ্গি। বুধবার সকালে ভারতীয় সেনার চিনার কর্পস ব্যাটেলিয়ানের তরফে এক্স হ্যান্ডেলে এই তথ্য প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, অনুপ্রবেশের চেষ্টা চালানোর সময় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় ওই দুই জঙ্গির। মৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র।

Advertisement

সেনার তরফে জানা গিয়েছে, বুধবার সকালে খবর আসে বারামুলা জেলার উরি নালা এলাকায় বেশ কয়েকজন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। গোপন খবরের ভিত্তিতে অভিযানে নামে সেনা। নিরাপত্তাবাহিনী উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা পালটা জবাব দেয় সেনা। দীর্ঘক্ষণ দুপক্ষের গুলির লড়াই চলার পর ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই থেকে ৩ জন অনুপ্রবেশকারী ছিল বলে মনে করছে সেনা। মৃত জঙ্গিদের কাছ থেকে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র পাওয়া হয়েছে।

উল্লেখ্য, পুলওয়ামার পর জম্মু ও কাশ্মীরের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে গত মঙ্গলবার। বিকেলে পহেলগাঁওয়ে এক রিসর্টে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় সূত্রের দাবি, জঙ্গিরা এসেছিল সেনার পোশাক পরে। সব মিলিয়ে ৪০ রাউন্ড গুলি চলেছে। মূলত আক্রমণ করা হয় অমুসলিমদের। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে লস্করের টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। জানা যাচ্ছে, এই সংগঠন পাকিস্তানের আইএসআই-এর মদতপুষ্ট। এমনকী হামলার যুক্ত থাকা জঙ্গিদের বেশিরভাগই বিদেশি। সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পরিকল্পনা মাফিক এই হামলা চালানো হয়েছে। জঙ্গি হামলার ঘটনায় পাক যোগের ইঙ্গিত পাওয়া গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পহেলগাঁওয়ে পর্যটকদের উপর নৃশংস হামলার ২৪ ঘণ্টার মধ্যেই এবার পালটা আঘাত।
  • জম্মু ও কাশ্মীরের বারামুলায় সেনা অভিযানে খতম দুই জঙ্গি।
  • মৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র।
Advertisement