shono
Advertisement

‘কামান গর্জে উঠলেই পাকিস্তান গায়েব হয়ে যাবে’, হুঙ্কার যোগী আদিত্যনাথের

কয়েক দিন আগেই পাকিস্তানকে 'পৃথিবীর বোঝা' বলেছিলেন তিনি।
Posted: 02:04 PM Feb 18, 2023Updated: 02:04 PM Feb 18, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ফের আক্রমণাত্মক মেজাজে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রীর হুঙ্কার, রাজ্যের সীমান্তে থাকা কামান যেদিন গর্জে উঠবে সেদিন পাকিস্তানকে আর খুঁজে পাওয়া যাবে না। কয়েক দিন আগেই পাকিস্তানকে ‘পৃথিবীর বোঝা’ বলে কটাক্ষ করেছিলেন যোগী। এবার ফের পড়শি দেশের বিরুদ্ধে গর্জে উঠতে দেখা গেল তাঁকে।

Advertisement

শনিবার বুন্দেলখণ্ডের বান্দায় কালিঞ্জর মহোৎসবের সূচনা করেন যোগী। এরপরই তাঁকে বলতে শোনা যায়, দেশের অগ্রগতির জন্য বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে তৈরি করা হয়েছে। এখন চিত্রকূট থেকে দিল্লি পৌঁছতে লাগে মাত্র সাড়ে পাঁচ ঘণ্টা। চিত্রকূটে তৈরি হচ্ছে বিমান বন্দর। এছাড়া ডিফেন্স করিডরও তৈরি হচ্ছে। তাঁর কথায়, ”যখন সেখানে কামান গর্জে উঠবে পাকিস্তান নিজে নিজেই গায়েব হয়ে যাবে।” প্রসঙ্গত, উত্তরপ্রদেশ ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডর তথা ইউপিডিআইসি যোগীর স্বপ্নের প্রকল্প।

[আরও পড়ুন: আপস করেছে নির্বাচন কমিশনই! শিব সেনার প্রতীক শিণ্ডেরা পেতেই আক্রমণে উদ্ধব শিবির]

উল্লেখ্য, গতকালই যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) বাড়িতে বোমাতঙ্ক! লখনউয়ের বাড়িতে বোমা রাখা হয়েছে বলে আচমকাই ফোন আসে। আর তারপরই ছড়ায় আতঙ্ক। সঙ্গে সঙ্গে কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয় বাড়িটি। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বম্ব স্কোয়াডও। কিন্তু পরে জানা যায়, ফোনটি ভুয়ো। অনেক তল্লাশি করেও কোনও বোমা সেখানে পাওয়া যায়নি।

[আরও পড়ুন: ‘জঙ্গিদের পুষলে এই পরিণতিই হয়’, করাচিতে তালিবানি হামলা নিয়ে পাকিস্তানকে তোপ প্রসাদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement