সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পলাতক’ তকমা দিয়ে প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী জয়াপ্রদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আদালত। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে জয়ার বিরুদ্ধে রুজু হওয়া দুই মামলার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ দিল রামপুরের এক আদালত। ৬ মার্চের মধ্যে তাঁকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক।
জানা যাচ্ছে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছিল জয়ার (Jaya Prada) বিরুদ্ধে। আর এই দুই মামলায় বিশেষ সাংসদ-বিধায়ক আদালত বার বার তাঁকে সমন পাঠালেও তিনি একবারও উপস্থিত হননি। অভিনেত্রীর বিরুদ্ধে সাত বার জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও তাঁকে আদালতে হাজির করানো যায়নি। এই পরিস্থিতিতে পুলিশ আদালতকে জানিয়েছে, জয়া গ্রেপ্তারি এড়াচ্ছেন। এবং তাঁর সমস্ত মোবাইল নম্বর ‘সুইচড অফ’ রয়েছে।
[আরও পড়ুন: হিমাচলে শুরু ‘নাটক’, ইস্তফা মন্ত্রীর, বহিষ্কৃত ১৫ বিধায়ক]
এবার বিচারক শোভিত বনসল কড়া পদক্ষেপ করে ‘পলাতক’ ঘোষণা করলেন জয়াকে। রামপুরের পুলিশ সুপারিটেন্ডেন্ট একটি দল গঠন করার নির্দেশ দিয়েছেন। সেই দলের উপরই দায়িত্ব জয়াকে গ্রেপ্তার করে ৬ মার্চ আগামী শুনানির দিন আদালতে হাজির করা।
প্রসঙ্গত, ২০১৯ সালে বিজেপি প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন জয়া। কিন্তু সমাজবাদী পার্টির আজম খানের কাছে হেরে যান তিনি। এর আগে ২০০৪ ও ২০০৯ সালে সমাজবাদী পার্টির টিকিটেই তিনি জয়ী হন। পরে তাঁকে বহিষ্কার করে অখিলেশ যাদবের দল।