shono
Advertisement
JD Vance

শুল্কযুদ্ধের আবহে ভারতে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্স, বৈঠক হবে মোদির সঙ্গে

আগামী সপ্তাহে ভারত সফরে ভান্স।
Published By: Kishore GhoshPosted: 08:41 AM Apr 17, 2025Updated: 09:01 AM Apr 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুল্ক নিয়ে 'বিশ্বযুদ্ধে'র আবহে ভারতে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। স্ত্রী উষা ভান্স এবং সন্তানদের সঙ্গে নিয়েই তিনি ভরতে আসবেন বলে জানা গিয়েছে। আগামী সপ্তাহের শেষের দিকের ওই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসারও কথা রয়েছে তাঁর। বৈঠকের দিন পাকা না হলেও বুধবার মার্কিন ভাইস প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী ১৮-২৪ এপ্রিল ইটালি এবং ভারত সফর করবেন তিনি। ইটালি ঘুরে ভারতে আসবেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, আগামী ২১ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে পারেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট। বর্তমান পরিস্থিতিতে এই বৈঠকে ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্ক এবং পারস্পরিক শুল্কের বিষয়েও আলোচনা হতে পারে। বলা বাহুল্য, নয়াদিল্লি এই সফরের দিকে তাকিয়ে আছে। সূত্রের খবর, ভারত সফরে এসে নয়া দিল্লির পাশাপাশি জয়পুর এবং আগ্রাতেও যাওয়ার কথা রয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্টের।

প্রসঙ্গত, ভারত, কানাডা, চিন-সহ একাধিক দেশের উপর ২ এপ্রিল থেকে ব্যাপক হারে শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। ভারতের উপর ২৬ শতাংশ কর চাপালেও বাড়তি চিনের উপর পারস্পারিক কর ১৪৫ শতাংশে পৌঁছেছিল আগেই। যদিও চাপের মুখে কিছুটা পিছু হটতে বাধ্য হয় মার্কিন প্রশাসন। পারস্পরিক শুল্কের উপর ৯০ দিনের স্থগিতাদেশ দেওয়া হয়েছে বিশ্বের বাকি দেশগুলির জন্য। কিন্তু রেহাই পায়নি চিন। এমনকী করের পরিমাণ বাড়িয়ে ২৪৫ শতাংশে পৌঁছেছে। এই অবস্থায় বিশ্ব রাজনীতি ও অর্থনীতির দিকে কড়া নজর রাখছে দিল্লি। বিশেষজ্ঞদের দাবি, হাওয়া কোন দিকে ঘুরছে ভান্সের সফরে তার খানিক আন্দাজ মিললেও মিলতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী ২১ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে পারেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট।
  • ভারত, কানাডা, চিন-সহ একাধিক দেশের উপর ২ এপ্রিল থেকে ব্যাপক হারে শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন।
Advertisement