shono
Advertisement
Uttar Pradesh

'মোটা' বলবে কেন? ২০ কিলোমিটার ধাওয়া করে দুই বন্ধুকে গুলি করল যুবক

গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।
Published By: Kishore GhoshPosted: 09:04 PM May 10, 2025Updated: 09:04 PM May 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুবক স্থূলকায় চেহারার। দুই বন্ধু মজার ছলে 'মোটা' বলে ক্ষেপিয়ে ছিল তাঁকে। তাতেই ক্ষেপে যান স্থূলকায় ওই যুবক। অভিযোগ, এরপর ২০ কিলোমিটার ধাওয়া করে দুই বন্ধুকে গুলি করেন তিনি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবককে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২ মে তারাকুলহা দেবী মন্দিরে একটি অনুষ্ঠান ছিল। সেখানে কাকার সঙ্গে এসেছিলেন অর্জুন চৌহান। অনুষ্ঠানে ছিলেন তাঁরই দুই বন্ধু অনিল এবং শুভম। অর্জুন জানিয়েছে, অনিল আর শুভম সকলের সামনে তাঁর ওজন নিয়ে মস্করা করে অপমান করে। পুলিশকে অর্জুন বলে, "খাবার সময় ওঁরা আমার ওজন নিয়ে মজা করেছিল। আমি আপত্তি করেছিলাম। অন্যরা ওঁদের কথা শুনে হাসাহাসি করছিল।" অর্জুন আরও জানায়, "উপস্থিত সকলে ঝামেলা থামিয়ে দেয়। কিন্তু আমি ঠিক করে ফেলি ওঁদের শেষ না করে ছাড়ব না।"

অর্জুন তাঁর হেনস্তা হওয়ার কথা আরেক বন্ধু আসিফকে জানায়। এরপরই বদলা নিতে অনিল-শুভমের গাড়ির পিছনে আরেকটি গাড়ি নিয়ে ধাওয়া করে অর্জুন-আসিফ। শেষ পর্যন্ত ২০ কিমি ধাওয়া করে তেন্দুয়া টোল প্লাজার কাছে অনিল-শুভমকে ধরে ফেলে তাঁরা। পুলিশকে দেওয়া বয়ানে অর্জুন বলে, "গাড়ি থেকে কলার ধরে টেনে বের করি ওদের। গুলি করি।" গুরুতর আহত দুজনেরই বর্তমানে স্থানীয় মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশকে গ্রেপ্তার করেছে অভিযুক্ত অর্জুনকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২ মে তারাকুলহা দেবী মন্দিরে একটি অনুষ্ঠান ছিল।
  • অর্জুন তাঁর হেনস্তা হওয়ার কথা আরেক বন্ধু আসিফকে জানায়।
Advertisement