সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক কেলেঙ্কারির ঘটনায় আদালত অমান্যের অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag) ভাই বিনোদ। অভিযোগ, বিনোদের সংস্থার তরফে দেওয়া ৭ কোটি টাকার একটি চেক বাউন্সের ঘটনা ঘটে। সেই মামলায় আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে বিনোদ শেহওয়াগকে গ্রেপ্তার করল চণ্ডীগড় পুলিশ। খারিজ হয়ে গিয়েছে তাঁর জামিনের আবেদনও।
জানা গিয়েছে, বিনোধ শেহওয়াগের বিরুদ্ধে ৭ কোটি টাকা চেক বাউন্সের একটি মামলা চলছিল নিম্ন আদালতে। দু বছরের পুরনো এই মামলায় বিনোদকে স্বশরীরে আদালতে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়। তবে বার বার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও সে নির্দেশ অমান্য করেন শেহওয়াগের ভাই। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ বিচারক বিনোদকে পতালক ঘোষণা করেন ও গ্রেপ্তারের নির্দেশ দেন। আদালতের নির্দেশ মতো তাঁকে গ্রেপ্তার করে চণ্ডীগড়ের মনিমাঝরা থানার পুলিশ।
গত বৃহস্পতিবার এই মামলায় আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন বিনোদ। তবে সে আর্জি খারিজ করে দিয়েছে আদালত। এবং অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এই পরিস্থিতিতে ফের জামিনের আবেদন জানিয়েছেন বিনোদ। আগামী ১০ মার্চ তাঁর জামিনের আবেদনের শুনানি রয়েছে। ততদিন জেলেই থাকতে হবে শেহওয়াগের ভাইকে।
উল্লেখ্য, প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগরা (Virender Sehwag) হলেন চার ভাই-বোন। ছোটভাই বিনোদের 'জাল্টা ফুড অ্যান্ড বেভারেজেস' নামে একটি কোল্ড ড্রিঙ্কস কারখানা রয়েছে। এই কোল্ড ড্রিঙ্কস প্লাস্টিক বোতলে ভরতে সংস্থাটি বোতল আমদানি করত হিমাচলের নয়না প্লাস্টিক কারখানা থেকে। নয়না নামের এই সংস্থার অভিযোগ, বোতলের দাম বাবদ তাদের সংস্থাকে ৭ কোটি টাকার একটি চেক দেওয়া হয়েছিল। তবে সেই চেক বাউন্স করে ব্যাঙ্কে। ২ বছর আগে এই ঘটনায় বিনোদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংস্থাটি।