shono
Advertisement
Meerut

৪ প্রেমিককে নিয়ে খুন করে দেবে স্ত্রী! আতঙ্কে থর হরি কম্প স্বামী, ছুটলেন থানায়

কয়েকদিন পর পর বাড়িতে ছেলে বন্ধুদের ডেকে, মদ খেয়ে হইহুল্লোড় করতেন স্ত্রী।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 04:15 PM Apr 20, 2025Updated: 04:15 PM Apr 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্চেন্ট নেভি অফিসার স্বামী সৌরভ রাজপুতকে খুন করে স্ত্রী মুসকান রাস্তোগি এখন গরাদের ওপারে। এই ঘটনায় শিরোনামে উত্তরপ্রদেশের মিরাট। এবার সেখানকারই এক ব্যক্তি আশঙ্কা করছেন স্ত্রীর হাতে খুন হওয়ার। পুলিশের কাছে তাঁর অভিযোগ, চার প্রেমিকের সঙ্গে মিলে খুন করে দেবে স্ত্রী। ঘটনায় শুরু হয়েছে তদন্ত।

Advertisement

জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম গৌরব শর্মা। ২০১২ সালে রিতাংশী নামে এক যুবতীর সঙ্গে তাঁর বিয়ে হয়। গৌরবের অভিযোগ, বিয়ের তিনি কোনও পণ নেননি। প্রথমে যৌথ পরিবারেই থাকতেন তাঁরা। কিন্তু এক বছরের মধ্যেই রিতাংশীর হাবভাব বদলে যায়। পরিবারের সদস্যদের সঙ্গে অভব্য আচরণ, ঝগড়া-অশান্তি, বারবার অকারণে বাড়ি থেকে চলে যাওয়ার কারণে রিতাংশীর সঙ্গে আলাদা থাকতে শুরু করেছিলেন। তিনি ভেবেছিলেন, এবার হয়তো দু'জনের সম্পর্ক ঠিক হবে। কিন্তু উলটে রিতাংশী আরও উশৃঙ্খল হয়ে ওঠেন। দিন দিন ছেলে বন্ধুর সংখ্যা বাড়তে থাকে। সঙ্গে শুরু হয় মদের নেশা। মাঝে মধ্যেই বাড়ি থেকে চলে যেতেন রিতাংশী।

গৌরবের আরও অভিযোগ, কয়েকদিন পর পর বাড়িতে ছেলে বন্ধুদের ডেকে হইহুল্লোড় করতেন রিতাংশী। প্রতিবেশীরাও এনিয়ে অভিযোগ করতেন। তাই তিনি ভাইপোকে তাঁদের সঙ্গে থাকার জন্য নিয়ে আসেন। সেই ভাইপো তাঁকে জানায়, তাঁর অনুপস্থিতিতে 'বাজে লোক'রা বাড়িতে আসত। রিতাংশীর সঙ্গে মদ খেত, অশ্লীল কথাবার্তা বলত। এটা জানার গৌরব স্ত্রীর ফোন ঘাঁটেন। সেখান থেকে তিনি জানতে পারেন, আশিস ওরফে সানি, রাজ ভর্মা, লাভ চৌহান, কুলদীপ চৌধুরী ওরফে কুক্কি, এবং আমান সিং নামে ৫ জনের সঙ্গে সম্পর্ক রয়েছে রিতাংশীর।

গৌরব জানান, রিতাংশীর কাছে দুটি অবৈধ পিস্তল রয়েছে। যেগুলো তাঁর এক পুরুষ বন্ধুর মালিকানাধীন। বিমার ৪০ লক্ষ টাকা হাতানোর জন্য প্রেমিকদের সঙ্গে মিলে তাঁকে খুনের ষড়যন্ত্র করেছেন রিতাংশী। স্ত্রীর ফোন থেকে সমস্ত ভিডিও, স্ক্রিন শট প্রমাণ হিসাবে জোগাড় করে থানায় ছোটেন গৌরব। সমস্ত কিছু লিখিত অভিযোগ দায়ের করেন। সেই মতোই তদন্তে নেমেছে পুলিশ। উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মার্চেন্ট নেভি অফিসার স্বামী সৌরভ রাজপুতকে খুন করে স্ত্রী মুসকান রাস্তোগি এখন গরাদের ওপারে।
  • এই ঘটনায় শিরোনামে উত্তরপ্রদেশের মিরাট। এবার সেখানকারই এক ব্যক্তি আশঙ্কা করছেন স্ত্রীর হাতে খুন হওয়ার।
  • পুলিশের কাছে তাঁর অভিযোগ, চার প্রেমিকের সঙ্গে মিলে খুন করে দেবে স্ত্রী। ঘটনায় শুরু হয়েছে তদন্ত।
Advertisement