shono
Advertisement
Haryana

'কী মজা! তোমার রক্ত খাব', মায়ের উপর ঝাঁপিয়ে পড়লেন তরুণী!

মিনিট তিনেকের ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠছে নেটদুনিয়া।
Published By: Biswadip DeyPosted: 10:05 AM Mar 02, 2025Updated: 10:05 AM Mar 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক গা শিউরে ওঠা ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেই ভিডিওয় (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) দেখা যাচ্ছে, এক তরুণী তাঁর মায়ের উপরে ঝাঁপিয়ে পড়ছেন। তার আগেই তাঁকে বলতে শোনা যাচ্ছে, ''কী মজা! তোমার রক্ত খাব।'' সেই সঙ্গেই ওই মহিলাকে চড় মারতে এবং তাঁর চুল টানতেও দেখা গিয়েছে তরুণীকে। হরিয়ানার হিসারের ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাঁর ভাই। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ কোনও পদক্ষেপ করেনি।

Advertisement

ঠিক কী দেখা গিয়েছে ভিডিওয়? মিনিট তিনেকের ভিডিওর শুরুতেই দেখা গিয়েছে রীতা নামের অভিযুক্ত তরুণীকে। সামনে বসে রয়েছেন তাঁর মা নির্মলা দেবী। তিনি আতঙ্কিত। কিন্তু সেসবে ভ্রূক্ষেপ নেই রীতার। তিনি প্রথমে বৃদ্ধার পায়ে মারলেন। মায়ের আর্তনাদ ও কান্নাকে অগ্রাহ্য করে এরপর বলে উঠলেন, ''কী মজা! তোমার রক্ত খাব।'' বৃদ্ধার চুল ধরে টানতে টানতে শুইয়ে ফেলে তাঁকে কামড়ে দেন রীতা। বৃদ্ধা মায়ের অসহায় কাকুতি মিনতিতেও মন গলেনি রীতার। তিনি মাকে চড় মারতে মারতে জানতে চান, ''তুমি কি চিরকাল বাঁচবে? আমাকে বাধ্য করছ এমন করতে।'' এরপরও চলতে থাকে মার, অকথ্য নির্যাতন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর তাঁর ভাই দিদির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। কিন্তু কেন মায়ের উপরে এমন নির্মম অত্যাচারের অভিযোগ উঠছে রীতার উপরে? তাঁর ভাইয়ের দাবি, দিদি এসব করছেন সম্পত্তির জন্য। এর আগেও কুরুক্ষেত্র এলাকার একটি পারিবারিক জমি বিক্রি করে দিয়েছেন অভিযুক্ত। এবার তাঁর দাবি, মাকে লিখে দিতে হবে নিজের বসতবাড়িও। রাজি না হওয়াতেই শুরু নির্যাতন। ভাইকেও বাড়ি থেকে বের করে দিয়েছেন স্বামীকে নিয়ে বছর দুয়েক এই বাড়িতে এসে ওঠা রীতা। অভিযোগ তেমনই। ভারতীয় ন্যায় সংহিতা এবং প্রবীণ নাগরিকদের সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। এখনও অবশ্য কাউকেই গ্রেপ্তার করা হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এক গা শিউরে ওঠা ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
  • সেই ভিডিওয় দেখা যাচ্ছে, এক তরুণী তাঁর মায়ের উপরে ঝাঁপিয়ে পড়ছেন। তার আগেই তাঁকে বলতে শোনা যাচ্ছে, ''কী মজা! তোমার রক্ত খাব।''
  • হরিয়ানার হিসারের ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাঁর ভাই। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ কোনও পদক্ষেপ করেনি।
Advertisement