সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারা পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন। ব্যাটিং এবং বোলিং বিভাগে সমান দক্ষতা দেখিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে সফল হয় তারা। ঘরের মাঠে তারা কার্যত অপ্রতিরোধ্য। ঠিক ধরেছেন, কথা হচ্ছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের। তবে এবার ব্যাটিং বিভাগ শক্তিশালী হলেও তারকা পেসার জশপ্রীত বুমরাহকে পাবে না দল। শুধু তিনিই নয়, চোটের কারণে গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন অজি পেসার রিচার্ডসনও। তাই সব ঠিকঠাক থাকলে এঁদের অনুপস্থিতিতে প্রথম একাদশে ঢুকে যেতে পারেন শচীনপুত্র অর্জুন তেণ্ডুলকর।
প্রথমেই নজর রাখা যাক এবারের আইপিএলে মুম্বইয়ের (Mumbai Indians) গোটা দলের দিকে:
রোহিত শর্মা (অধিনায়ক), টিম ডেভিড, রমনদীপ সিং, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, ঈশান কিষান, ট্রিস্টান স্টাবস্, ডেওয়াল্ড ব্রেভিস, হোফ্রা আর্চার, অর্জুন তেণ্ডুলকর, আরশাদ খান, কুমার কার্তিকেয়া, হৃতিক শোকিন, জেসন বেরেনডর্ফ, আকাশ মাধওয়াল, ক্যামেরন গ্রিন, জে রিচার্ডসন, পীযূষ চাওলা, ডুয়ান জানসেন, বিষ্ণু বিনোদ, শামস মুলানি, নেহাল ওয়াধেরা, রাঘব গোয়েল।
[আরও পড়ুন: বাড়ল প্যান-আধার সংযুক্তিকরণের সময়সীমা, নয়া ডেডলাইন জানাল কেন্দ্র]
দলের শক্তি:
মুম্বই দলের শক্তি নিঃসন্দেহে এক ব্যাটিং। রোহিত শর্মার (Rohit Sharma) পাশাপাশি সূর্যকুমার যাদব, ঈশান কিষানের মতো তারকারা টি-টোয়েন্টিতে ভাল ফর্মে রয়েছেন। সম্প্রতি ভারতের মাটিতে ক্যামেরন গ্রিনকেও ছন্দে দেখা গিয়েছে। টিম ডেভিডে ভাল ফিনিশার। দলের আরও একটি বড় শক্তি হল ক্যাপ্টেন। মুম্বইকে অতীতে ট্রফি জিতিয়েছেন। তাঁর নেতৃত্বই কঠিন ম্যাচে হয়ে উঠতে পারে তুরুপের তাস। তাছাড়া একঝাঁক এমন তারকা রয়েছেন, যাঁরা দীর্ঘদিন মুম্বইয়ের জার্সিতে খেলছেন। ফলে ক্রিকেটারদের মধ্যে বোঝাপড়াটা ভাল হবে।
দলের দুর্বলতা:
মুম্বই ইন্ডিয়ান্সের মূল দুর্বলতা পেস বিভাগ। সেরা ভারতীয় পেসার বুমরাহই টুর্নামেন্টের বাইরে। চোটের জন্য বাদ রিচার্ডসনও। ফলে মুম্বইকে হয়তো ভরসা রাখতে হবে আনকোড়া অর্জুনের উপর। বিদেশিদের মধ্যে বেরেনডর্ফ ও আর্চার সামলাবেন পেস বিভাগ। পীযূষ চাওলা, কুমার কার্তিকেয়া ও মুলানির মতো স্পিনারদের নিয়েই কাজ চালাতে হবে মুম্বইকে।
[আরও পড়ুন: বাংলা বাদে সব রাজ্য পেয়েছে আবাস যোজনার টাকা, দেবের প্রশ্নের জবাবে ‘বঞ্চনা’ মানল কেন্দ্র]
নজর কাড়তে পারেন যাঁরা:
এবারের আইপিএলে নজর থাকবে হোফ্রা আর্চারের দিকে। কারণ প্রায় দু’বছরপর চোট সারিয়ে ফিরছেন তিনি। পাশাপাশি ক্যামেরন গ্রিস মুম্বইয়ের জার্সিতে কী করবেন এবার, সেদিকেও নজর থাকবে। আর প্রথম একাদশে অর্জুন খেললে, তাঁর পারফরম্যান্স দেখতে তো আলাদাই আগ্রহ থাকবে সমর্থকদের।
সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা, ক্যামেরন গ্রিন, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, টিম ডেভিড, হৃতিক শোকিন, হোফ্রা আর্চার, শামস মুলানি/অর্জুন তেণ্ডুলকর, পীযূষ চাওলা/কুমার কার্তিকেয়া, জেসন বেসেনডর্ফ।