shono
Advertisement

Breaking News

IPL Auction 2025

IPL Auction 2025: প্রথম দিনের নিলামে উড়ল ৪৭৬.৯ কোটি টাকা, কে গেলেন কোন দলে?

Published By: Arpan DasPosted: 03:20 PM Nov 24, 2024Updated: 12:09 AM Nov 25, 2024

প্রথম দিনের আইপিএল নিলাম শেষ। ভাগ্য নির্ধারণ হল ৭২ জন ক্রিকেটারের। যার মধ্যে প্রত্যাশিতভাবেই সবচেয়ে বেশি চর্চা ঋষভ পন্থকে নিয়ে। সমস্ত রেকর্ড ভেঙে ২৭ কোটিতে তাঁকে কিনে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। আবার আনসোল্ড থেকে গিয়েছেন ডেভিড ওয়ার্নারের মতো তারকা। কেকেআর তুলে নিয়েছে ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডি'ককদের। কেমন হল প্রথম দিনের নিলাম? দেখে নিন নিলামের সব আপডেট। 

Advertisement

রাত ১১:০৫- একেবারে শেষ লগ্নে ৩০ লক্ষ টাকায় ময়ঙ্ক মার্কণ্ডেকে তুলে নিয়েছে কেকেআর। অন্যদিকে দল পেলেন না বর্ষীয়ান স্পিনার পীযূষ চাওলা। 

রাত ১০:৩০- নিলামের শেষবেলায় বড় দর পেলেন রশিখ দার। তাঁকে ৫ কোটি টাকায় কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আশুতোষ শর্মাকে ৩.৮ কোটিতে তুলে নিল দিল্লি ক্যাপিটালস। একই সঙ্গে ২.২ কোটি টাকাতে মোহিত শর্মাকেও কিনল তারা। অন্যদিকে ১.৮ কোটিতে কেকেআরেই ফিরলেন বৈভব অরোরা। 

রাত ১০:১০- মুম্বই ইন্ডিয়ান্স ৫.২৫ কোটি টাকায় তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। আব্দুল সামাদকে ৪.২ কোটি টাকায় কিনল লখনউ সুপার জায়ান্টস। ১.২ কোটিতে চেন্নাইয়ে গেলেন বিজয় শঙ্কর। 

রাত ৯:৪২- চোখ ধাঁধানো দর পেলেন অঙ্গকৃষ রঘুবংশী। ৩০ লক্ষ টাকা বেস প্রাইস থেকে ৩ কোটিতে দর উঠল। আর শেষ পর্যন্ত ফিরলেন কলকাতা নাইট রাইডার্সেই। ৪.২ কোটি টাকায় পাঞ্জাবে গেলেন নেহাল ওয়াধেরা। আনসোল্ড থাকলেন যশ ধুল। সানরাইজার্স হায়দরাবাদ ৩.২ কোটি টাকায় অভিনব মনোহরকে কিনে নিল। 

রাত ৯টা- আফগান স্পিনার নুর আহমেদকে ১০ কোটি টাকায় গেল চেন্নাই সুপার কিংসে। তাঁকে নিয়ে বেশ খানিকক্ষণ লড়াই চলেছিল চেন্নাই ও মুম্বইয়ের মধ্যে। মাঝে গুজরাট আরটিএম ব্যবহার করে। কিন্তু ৫ কোটি থেকে এক লাফে ১০ কোটি টাকায় গিয়ে নুরকে কিনে নেয় চেন্নাই। অন্যদিকে আনসোল্ড থাকলেন আরেক আফগান স্পিনার ওয়াকার সালামখেইলি। 

সন্ধ্যা ৮:৫৪- ৪.৪০ কোটি টাকায় রাজস্থান রয়্যালসে গেলেন শ্রীলঙ্কার স্পিনার মহেশ থিকসানা। আরেক লঙ্কান স্পিনার ওয়াদিন্দু হাসারাঙ্গাকে ৫.২৫ কোটি টাকায় কিনল তারা। অন্যদিকে রাহুল চাহারকে সানরাইজার্স তুলে নিল ৩.২০ কোটিতে। ২.৪০ কোটি টাকায় অ্যাডাম জাম্পাকেও পেয়ে গেল তারা।

সন্ধ্যা ৮:৪২- ট্রেন বোল্টকে ১২.৫০ কোটি টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স। ২ কোটি টাকার বেস প্রাইসের কিউয়ি পেসারের জন্য লড়াই চলল মুম্বই ও রাজস্থানের। শেষ পর্যন্ত নীতা আম্বানির দলে ফিরলেন ট্রেন্ট বোল্ট। 

সন্ধ্যা ৮:৩৭- খলিল আহমেদকে ৪.৮০ কোটি টাকায় তুলে নিল চেন্নাই সুপার কিংস। আরেক ভারতীয় পেসার টি. নটরাজনকে ১০.৭৫ কোটি টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস। 

সন্ধ্যা ৮:২৮- ভালো দর পেলেন জোফ্রা আর্চার। ১২.৫ কোটি টাকায় রাজস্থান রয়্যালসে গেলেন ইংরেজ পেসার। প্রথমে আইপিএল নিলামে নাম না দিলেও পরে নিলামে আসেন তিনি। 

সন্ধ্যা ৮:২২- এবার বোলার কিনল কেকেআর। ৬.৫০ কোটি টাকা দিয়ে তারা তুলে নিল দক্ষিণ আফ্রিকার পেসার আনরিখ নখিয়াকে। 

সন্ধ্যা ৮:২০- ৯.৫ কোটি টাকায় প্রসিধ কৃষ্ণকে কিনল গুজরাট টাইটান্স। অন্যদিকে আভেশ খান ৯.৭৫ কোটি টাকায় ফিরলেন পুরনো দল লখনউয়ে। 

সন্ধ্যা ৮:১০- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জশ হ্যাজেলউডকে তুলে নিল ১২.৫ কোটি টাকায়।

সন্ধ্যা ৮:০৪- জিতেশ শর্মাকে ১১ কোটি টাকায় কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

সন্ধ্যা ৭:৫০- সানরাইজার্স হায়দরাবাদ ১১.২৫ কোটি টাকায় কিনে নিল ঈশান কিষানকে। মুম্বইয়ের পর তাঁকে নিয়ে লড়াই চলে দিল্লি ও পাঞ্জাবের মধ্যে। ভারতীয় উইকেটকিপার-ব্যাটারের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। শেষে আসরে ঢোকে সানরাইজার্স হায়দরাবাদ। আর শেষ হাসি হাসে তারাই। 

সন্ধ্যা ৭:৪৮- বেস প্রাইস ২ কোটিতে কেকেআরে ফিরলেন রহমানুল্লাহ গুরবাজ। 

সন্ধ্যা ৭:৪৭- ফিল সল্টের দর উঠল ১১.৫০ কোটি টাকা। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। সল্টকে নিয়ে দর কষাকষি চলে বেঙ্গালুরু ও নাইটের মধ্যে লড়াইয়ের পর বিরাটের দলে গেলেন সল্ট। আনসোল্ড থাকলেন জনি বেয়ারস্টো। 

সন্ধ্যা ৭:৩৮- কুইন্টন ডি'কককে ৩.৬০ কোটি টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ও হায়দরাবাদ শুরু থেকে দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটারের জন্য লড়াই চালায়। পরে আসরে ঢোকে নাইট রাইডার্সও। শেষ পর্যন্ত ডি'কককে তুলে নিল কেকেআরই। 

সন্ধ্যা ৭:১৩- ১১ কোটি টাকায় পাঞ্জাবে গেলেন মার্কাস স্টোয়নিস। সেই সঙ্গে ৪.২০ কোটিতে গ্লেন ম্যাক্সওয়েলকে তুলে নিল প্রীতি জিন্টার দল। আরেক অজি অলরাউন্ডার মিচেল মার্শকে ৩.৪০ কোটি টাকায় কিনল লখনউ সুপার জায়ান্টস। 

সন্ধ্যা ৭:০২- বিরাট মূল্যে কেকেআরেই ফিরলেন ভেঙ্কটেশ আইয়ার। তাঁকে নাইট রাইডার্স তুলে নিল ২৩.৭৫ কোটি টাকায় । তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। কিন্তু বেঙ্গালুরুর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি কলকাতার।  

সন্ধ্যা ৬:৫৮- ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের জন্য দর উঠল ৯.৭৫ কোটি টাকা। তাঁকে কিনে নিল চেন্নাই সুপার কিংস। রাজস্থান, চেন্নাইয়ের মধ্যে লড়াই চললেও শেষ পর্যন্ত 'ঘরে' ফিরলেন অশ্বিন। 

সন্ধ্যা ৬:৫৩- নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচীন রবীন্দ্রকে ৪ কোটি টাকায় ফিরিয়ে নিল চেন্নাই। তাঁর বেস প্রাইস ছিল ১.৫০ কোটি। তবে তাঁর জন্য বিড করেছিল পাঞ্জাব কিংস। শেষ পর্যন্ত আরটিএম ব্যবহার করে চেন্নাই। 

সন্ধ্যা ৬:৪৯- হর্ষল প্যাটেলকে ৮ কোটি টাকায় তুলে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

সন্ধ্যা ৬:৪৩- জেক ফ্রেজার ম্যাকগুর্ককে নিয়ে দীর্ঘক্ষণ লড়াই চলল। পাঞ্জাবের সঙ্গে লড়াইয়ের পর আরটিএম ব্যবহার করে ৯ কোটিতে ম্যাকগুর্ককে ফিরিয়ে নিল দিল্লি। 

সন্ধ্যা ৬:৩৮- প্রথম দিনে আনসোল্ড থেকে গেলেন ডেভিড ওয়ার্নার। নিলাম থেকে এখনও কাউকে কিনতে পারল না কেকেআর। 

সন্ধ্যা ৬:৩৫- ডেভন কনওয়েকে ৬.২৫ কোটি টাকায় তুলে নিল চেন্নাই সুপার কিংস। সেই সঙ্গে রাহুল ত্রিপাঠীকেও ৩.৪০ কোটিতে কিনল তারা। 

সন্ধ্যা ৬:৩০- বেস প্রাইস ২ কোটিতেই দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করামকে তুলে নিল লখনউ সুপার জায়ান্টস। 

সন্ধ্যা ৬:২৯- দিনের প্রথম আনসোল্ড ব্যাটার হলেন দেবদত্ত পাড়িক্কল। 

সন্ধ্যা ৬:২৮- ১০.৭৫ কোটি টাকায় হ্যারি ব্রুককে তুলে নিল দিল্লি ক্যাপিটালস। 

সন্ধ্যা ৬:০০- প্রথম সেটের নিলামের পর কেমন দর পেলেন মার্কি প্লেয়াররা?

অর্শদীপ সিং- পাঞ্জাব কিংস (১৮ কোটি)
কাগিসো রাবাডা- গুজরাট টাইটান্স (১০.৭৫ কোটি)
শ্রেয়স আইয়ার- পাঞ্জাব কিংস (২৬.৭৫ কোটি)
জস বাটলার- গুজরাট টাইটান্স (১৫.৭৫ কোটি)
মিচেল স্টার্ক- দিল্লি ক্যাপিটালস (১১.৭৫ কোটি)
ঋষভ পন্থ- লখনউ সুপার জায়ান্টস (২৭ কোটি)
কে এল রাহুল- দিল্লি ক্যাপিটালস (১৪ কোটি)
মহম্মদ সিরাজ- গুজরাট টাইটান্স (১২.২৫ কোটি)
ডেভিড মিলার- লখনউ সুপার জায়ান্টস (৭.৫০ কোটি)
যুজবেন্দ্র চাহাল- পাঞ্জাব কিংস (১৮ কোটি)
লিয়াম লিভিংস্টোন- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (৮.৭৫ কোটি)
মহম্মদ শামি- সানরাইজার্স হায়দরাবাদ (১০ কোটি)

সন্ধ্যা ৫:৪৫- মার্কি প্লেয়ারদের প্রথম সেটের নিলাম শেষ। একনজরে কোন দলের হাতে কত টাকা রয়েছে?

চেন্নাই: ৫৫ কোটি টাকা
দিল্লি: ৪৭.২৫ কোটি টাকা
গুজরাট: ৩০.২৫ কোটি টাকা
কলকাতা: ৫১ কোটি টাকা
লখনউ: ৩৪.৫০ কোটি টাকা
মুম্বই: ৪৫ কোটি টাকা
পাঞ্জাব: ৪৭.৭৫ কোটি টাকা
রাজস্থান: ৪১ কোটি টাকা
বেঙ্গালুরু: ৭৪.২৫ কোটি টাকা
হায়দরাবাদ: ৩৫ কোটি টাকা

সন্ধ্যা ৫:২৫- ১৪ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে গেলেন কেএল রাহুল। ভারতীয় ব্যাটারের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। তাঁকে নিয়ে দর কষাকষি শুরু হয় নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে। পরে লড়াইয়ে ঢোকে চেন্নাই ও দিল্লি ক্যাপিটালস। শেষ পর্যন্ত দিল্লিতে গেলেন রাহুল। যদিও প্রত্যাশা অনুযায়ী দাম পেলেন না। 

সন্ধ্যা ৫:১৭- ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে ৮.৭৫ কোটি টাকায় কিনে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

সন্ধ্যা ৫:১১- মহম্মদ সিরাজকে ১২.২৫ কোটি টাকায় তুলে নিল গুজরাট টাইটান্স। ভারতীয় বোলারের ন্যূনতম মূল্য ছিল ২ কোটি টাকা। 

বিকেল ৫:০৭- ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। তাঁকে ১৮ কোটি টাকায় তুলে নিল পাঞ্জাব কিংস। চাহালকে নিয়ে লড়াই চলে সানরাইরজার্স, পাঞ্জাবের মধ্যে। শেষ পর্যন্ত লড়াইয়ে জেতে প্রীতি জিন্টার দল। 

বিকেল ৪:৫৭- ডেভিড মিলারকে ৭.৫০ কোটি টাকায় তুলল লখনউ সুপার জায়ান্টস। দক্ষিণ আফ্রিকার ফিনিশারের ন্যূনতম মূল্য ছিল ১.৫০ কোটি টাকা। 

বিকেল ৪:৫২- ১০ কোটি টাকায় মহম্মদ শামিকে কিনল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম থেকে লড়াই চলে নাইট রাইডার্স, চেন্নাই ও লখনউয়ের মধ্যে। কলকাতা লড়াই চালিয়েও শেষ পর্যন্ত পিছিয়ে আসে। শেষ মুহূর্তে তাঁকে তুলে নেয় হায়দরাবাদ। শামির বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। 

বিকেল ৪:৩৮- ২৭ কোটি টাকায় ঋষভ পন্থকে তুলে নিল লখনউ সুপার জায়ান্টস। ফের একবার নিলামে রেকর্ড ভেঙে গেল। নিলাম মঞ্চে ঋষভ পন্থের নাম উঠতেই দর্শকদের মধ্যে শোরগোল উঠল। ভারতীয় উইকেটকিপারের ন্যূনতম মূল্য ছিল ২ কোটি। তাঁর জন্য লড়াই শুরু করে লখনউ ও বেঙ্গালুরু। আসরে নামে সানরাইজার্সও। টানটান লড়াই চলে। ২০.৭৫ কোটি দর ওঠার পর আচমকা আরটিএম ব্যবহার করে দিল্লি। কিন্তু এক লাফে দাম বাড়িয়ে ২৭ কোটি দর হাঁকে লখনউ। শেষে তাঁকে তুলে নেয় লখনউ সুপার জায়ান্টস। 

বিকেল ৪:২৯- গতবারের নিলামে সবচেয়ে দাম পেয়েছিলেন মিচেল স্টার্ক। এবার তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। শেষ পর্যন্ত ১১.৭৫ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে গেলেন স্টার্ক। তাঁর জন্য নিলামের লড়াইয়ে ঢোকে কেকেআরও। দর হাঁকতে থাকে দিল্লিও। শেষ মুহূর্তে লড়াই শুরু করে বেঙ্গালুরু। অবশেষে শেষ হাসি হাসে দিল্লি। 

বিকেল ৪:২৩- ইংল্যান্ডের ব্যাটার জস বাটলারের ন্যূনতম মূল্য ছিল ২ কোটি টাকা। শেষ পর্যন্ত ১৫.৭৫ কোটি টাকায় গুজরাট টাইটান্সে গেলেন বাটলার। 

বিকেল ৪:১৬- নিলামে সর্বকালের রেকর্ড ভাঙলেন শ্রেয়স আইয়ার। শেষ পর্যন্ত রেকর্ড ২৬.৭৫ কোটি টাকায় পাঞ্জাব কিংসে গেলেন শ্রেয়স। গতবারের আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ার নিলামে বেস প্রাইস ছিল ২ কোটি। তাঁর জন্য প্রথম দর হাঁকে কলকাতা নাইট রাইডার্সই। পাল্লা দিতে থাকে পাঞ্জাব কিংসও। পরে লড়াইয়ে ঢোকে দিল্লি ক্যাপিটালস। ১০ কোটির পর সরে আসে কলকাতা। লড়াই চলে পাঞ্জাব ও দিল্লির মধ্যে। এর আগে সর্বোচ্চ দাম পেয়েছিলেন মিচেল স্টার্ক। অবশেষে শ্রেয়সকে তুলে নিলামের রেকর্ড ভেঙে দিল পাঞ্জাব কিংস। 

বিকেল ৪টে: দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডাকে নিয়ে দড়ি টানাটানি শুরু। তাঁর বেস প্রাইস ২ কোটি টাকা। ১০.৭৫ কোটি টাকায় রাবাডাকে তুলে নিল গুজরাট টাইটান্স। 

দুপুর ৩:৫০ শুরু হল নিলাম। প্রথম ক্রিকেটার হিসাবে অর্শদীপ সিংকে নিয়ে শুরু হল নিলামের লড়াই। ২ কোটি টাকা ছিল তাঁর ন্যূনতম মূল্য। শেষ পর্যন্ত আরটিএম ব্যবহার করে ১৮ কোটি টাকা দিয়ে অর্শদীপকে তুলে নিল পুরনো টিম পাঞ্জাব কিংসই। ভারতীয় পেসারকে নিয়ে দীর্ঘক্ষণ লড়াই চলছিল সানরাইজার্স ও রাজস্থানের মধ্যে। ১৫.৭৫ কোটি টাকার পর আরটিএম ব্যবহার করে ১৮ কোটি দর তুলে দেয় পাঞ্জাব। 

দুপুর ৩: ৪০- নিলামে উপস্থিত সব দলের কর্তাব্যক্তিরা। উপস্থিত রয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ এবং সভাপতি রজার বিনি।

দুপুর ৩: ৩৫- আইপিএলের মহা নিলামের জন্য প্রস্তুত জেড্ডা। 

দুপুর ৩: ৩০- ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পার্স রয়েছে পাঞ্জাব কিংসের হাতে। তাদের হাতে রয়েছে ১১০.৫ কোটি টাকা। আসরে মাত্র ৪৫ কোটি টাকা নিয়ে নামছে মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। সবচেয়ে কম পার্স রয়েছে রাজস্থান রয়্যালসের। তাদের হাতে ৪১ কোটি টাকা। একনজরে কার হাতে কত টাকা?

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement