shono
Advertisement

কম খরচে ১০ দিনের ভারত ভ্রমণের সুযোগ দিচ্ছে রেল

প্যাকেজ ট্যুরের খরচ কত? The post কম খরচে ১০ দিনের ভারত ভ্রমণের সুযোগ দিচ্ছে রেল appeared first on Sangbad Pratidin.
Posted: 03:58 PM Jun 03, 2018Updated: 10:53 AM Jan 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লম্বা ছুটিতে ঘুরতে যেতে চান? তাহলে দিনের দশেকের ছুটি নিয়ে ঘুরে আসুন পুরী, কলকাতা, গঙ্গাসাগর, গয়া, বারাণসী, এলাহাবাদ৷ ভাবছেন এতটা পথ কীভাবে যাবেন? কোথায় উঠবেন? কী খাবেন? চিন্তা করবেন না! ভারতীয় রেলই আপনার জন্য থাকা-খাওয়া-সহ পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করবে৷ মাত্র ৯,৪৫০ টাকায় ১০ দিনের ভ্রমণের সুযোগ দিচ্ছে আইআরসিটিসি৷

Advertisement

ভারতীয় রেলের ভারত দর্শন স্পেশ্যাল ট্রেনের মাধ্যমে প্যাকেজ ট্যুরে একসঙ্গে পুরী, কলকাতা, গঙ্গাসাগর, গয়া, বারাণসী, এলাহাবাদের ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে৷ আগামী ৩ অগস্ট শুরু হবে এই যাত্রা৷ জনপিছু মাত্রা সাড়ে ন’হাজার টাকা খরচ করার সামর্থ্য থাকলে অনলাইন বুকিং করার সুযোগ দিচ্ছে আইআরসিটিসি৷

কী থাকছে আইআরসিটিসি’র প্যাকেজে? কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, থাকা-খাওয়ার জন্য আইআরসিটিসি রাজকোট, সুরেন্দ্র নগর, ভিরামগ্রাম, ভদোদরা অথবা গোধরায় বিশেষ ব্যবস্থা রেখেছে৷ পুরী, কলকাতা, গঙ্গাসাগর, গয়া, বারাণসী, এলাহাবাদ ভ্রমণের জন্য ভারতীয় রেল একটি বিশেষ কোচের ব্যবস্থা করবে৷ ওই ট্রেনটি পৌঁছে দেবে নির্দিষ্ট স্টেশনে৷ সেখান থেকে বিশেষ বাস করে পর্যটন কেন্দ্রে নিয়ে যাওয়া হবে৷ যাত্রাপথে থাকবে দেদার খাওয়ার ব্যবস্থা৷ তিন বেলা পেট ভরে খাওয়ার ব্যবস্থা থাকছে বলে জানানো হয়েছে৷ তবে, এত কিছুর আয়োজন করা হলেও ডায়েট চার্জ প্যাকেজ তালিকা থেকে বাতিল রাখা হয়েছে৷

সম্প্রতি, আইআরসিটিসি পর্যটন ব্যবসা শুরু করেছে৷ এর আগেও ছ’দিনের গ্যাংটক এবং নামচি প্যাকেট টুরের অফার ছাড়ে আইআরসিটিসি৷ ছ’দিনের ভ্রমণে ১৪ হাজার ৫৬০ টাকার ‘গ্রিন সিকিম’ প্যাকেজ বেশ সারা ফেলে পর্যটকদের মধ্যে৷ ‘গ্রিন সিকিম’ প্যাকেজের সাফল্যের পর এবার পুরী, কলকাতা, গঙ্গাসাগর, গয়া, বারাণসী, এলাহাবাদ প্যাকেজ ঘোষণা করল আইআরসিটিসি৷

The post কম খরচে ১০ দিনের ভারত ভ্রমণের সুযোগ দিচ্ছে রেল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement