shono
Advertisement

দুঃস্থ প্রবীণদের ভ্রমণের সুযোগ ঝাড়খণ্ড সরকারের

পশ্চিমবঙ্গের জন্যও এই প্রস্তাব নিয়ে হাজির আইআরসিটিসি৷ ইতিবাচক সাড়া রাজ্যের৷
Posted: 06:22 PM Sep 08, 2016Updated: 12:52 PM Sep 08, 2016

সুব্রত বিশ্বাস: ধানবাদ মোনাইটারের সিধু ওরাওঁ, রাঁচির গণ্ডগ্রামের ফুলমতি মুর্মুরা কেউই কখনও ট্রেনে চড়েননি৷ যখন ভাত জোটানোই দায়, তখন ট্রেন চড়ার স্বপ্ন দেখাটাই বৃথা৷ কিন্তু সে স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে সরকারের প্রচেষ্টায়৷ সিধু, ফুলমতিরা ট্রেনে তো চড়বেনই, সঙ্গে বাড়তি পাওনা প্রভু জগন্নাথের দর্শন পাওয়া৷ কোনারকের সূর্যমন্দিরে প্রণাম জানানোর সুযোগ৷ ভুবনেশ্বর ঘোরার সুযোগও থাকছে৷

Advertisement

মঙ্গলবার বিকেলে ঝাড়খণ্ড সরকারের সঙ্গে আইআরসিটিসি-র এনিয়ে এক মৌ স্বাক্ষর হয়েছে৷ ঝাড়খণ্ডের বিপিএল তালিকাভুক্ত ১০০০ মানুষকে নিয়ে এবার পুরী, ভুবনেশ্বর ভ্রমণে বেরোচ্ছে আইআরসিটিসি৷ গরিব মানুষগুলোর ইচ্ছেপূরণের খরচ জোগাবে ঝাড়খণ্ড সরকার৷ বিভিন্ন রাজ্যের পর্যটন মন্ত্রকের সঙ্গেও এনিয়ে চুক্তি স্বাক্ষর করছে আইআরসিটিসি৷

‘মুখ্যমন্ত্রী স্পেশাল’ নামের এক বিশেষ ট্রেনে প্রবীণ দরিদ্র নাগরিকদের ভ্রমণের ব্যবস্থা করা হচ্ছে৷  দেশের ধর্মীয় স্থানগুলিতে এই সব প্রবীণ নাগারিক ভ্রমণের জন্য নিয়ে যাবে এই কর্পোরেট সংস্থা৷ আর এর জন্য নাগরিকদের কোনও খরচ করতে হবে না৷ সব খরচ দেবে রাজ্য সরকার৷ সম্প্রতি পশ্চিমবঙ্গের পর্যটন দফতরের সঙ্গেও এনিয়ে কথা বলেছেন আইআরসিটিসি কর্তারা৷ প্রস্তাবে রাজ্য ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানা গিয়েছে৷

‘মুখ্যমন্ত্রী স্পেশাল’ নামের এই ট্রেনটি শুধুমাত্র এই তীর্থযাত্রীদের জন্যই চলবে৷ বিশেষ এই ভ্রমণের তালিকায় রয়েছে পুরী, রামেশ্বর, হরিদ্বার, বৈষ্ণোদেবী, বেনারস, তিরুপতির মতো স্থান৷ ট্রেনটিতে থাকবে প্যান্ট্রিকার সহ অন্যান্য প্রয়োজনীয় সুবিধাও৷

আইআরসিটিসির পূর্বাঞ্চলের গ্রুপ জেনারেল ম্যানেজার দেবাশিস চন্দ্র জানিয়েছেন, এই ধরনের চুক্তি স্বাক্ষর ইতিমধ্যে হয়েছে ছত্তিশগড়, ওড়িশা, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রের সঙ্গে৷ সেখানকার প্রবীণদের ভ্রমণের সুযোগ করে দিচ্ছে সংস্হাটি৷ রাজ্য সম্মত হলেই আগামী দিনে হাওড়া থেকেও চলবে এই ট্রেন৷ রাজ্যের প্রবীণ বিপিএল তালিকাভুক্তরা পাবেন ভ্রমণের সুযোগ৷ রাজ্যের পর্যটন দফতরের কর্তারা মনে করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দরিদ্র মানুষজনকে এই সুযোগ দেবেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement