shono
Advertisement

Breaking News

১৯ ইয়াজিদি মহিলাকে জীবন্ত পোড়াল আইএস

আইএস জঙ্গিদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে অস্বীকার করেছিলেন ১৯ ইয়াজিদি মহিলা৷ ফল হাতেনাতে পেতে হল৷ The post ১৯ ইয়াজিদি মহিলাকে জীবন্ত পোড়াল আইএস appeared first on Sangbad Pratidin.
Posted: 06:13 PM Jun 07, 2016Updated: 12:56 PM Jun 07, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএস জঙ্গিদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে অস্বীকার করেছিলেন ১৯ ইয়াজিদি মহিলা৷ ফল হাতেনাতে পেতে হল৷ জীবন্ত পুড়িয়ে মারা হল ১৯ জনকে৷ ইরাকের আইএস ঘাঁটি মসুলে এই ঘটনার সাক্ষী হলেন প্রায় শ’খানেক মানুষ৷ কিন্তু, জঙ্গিদের ভয়ে প্রতিবাদের সাহস দেখাতে পারলেন না কেউ৷

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রথমে লোহার খাঁচায় আটকে ফেলা হয় মহিলাদের৷ তারপর আগুন লাগিয়ে দেওয়া হয় এবং যতক্ষণ তাঁদের শরীরে প্রাণ ছিল ততক্ষণ চালানো হয় এই নারকীয় হত্যালীলা৷

আইএস জঙ্গিদের নির্মম অত্যাচারের ঘটনা নতুন নয়৷ পশ্চিমি দেশের চর সন্দেহে আই এস জঙ্গিদের নির্দ্বিধায় খুন করছে তাদেরই দলের উচচপদস্থ নেতারা৷ কখনও তাদের অ্যাসিডের কূপে জীবন্ত ছুড়ে ফেলা হচ্ছে, কখনও চালান করে দেওয়া হচ্ছে অন্ধকার জেলে,  কখনও বা পয়েন্ট জিরো রেঞ্জ থেকে ট্রিগারে চাপ দেওয়া হচ্ছে, আবার কখনও হয়তো সতীর্থদের সামনেই ছুরি দিয়ে জীবন্ত কুচিকুচি করে কেটে ফেলা হচ্ছে! তাও আবার কেবল সন্দেহবশত!

নিষ্ঠুরতার চরমতম নিদর্শন এই যৌনদাসী প্রথা৷ ২০১৪ সালের আগস্ট মাসে উত্তর-পশ্চিম ইরাকের সিঞ্জর এলাকা দখল করে জঙ্গিরা৷ সেখান থেকে প্রায় ৩ হাজার ইয়াজিদি মহিলাকে যৌনদাসী হওয়ার জন্য আটক করে৷

The post ১৯ ইয়াজিদি মহিলাকে জীবন্ত পোড়াল আইএস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement