shono
Advertisement

Breaking News

ISL 10: পেত্রাতোসের চোট চিন্তা বাড়ালেও, ‘লাস্ট বয়’ হায়দরাবাদকে হারাতে মরিয়া ফেরান্দোর মোহনবাগান

একটা জয় ড্রেসিংরুমে এনে দেবে স্বস্তি।
Posted: 06:35 PM Dec 01, 2023Updated: 06:40 PM Dec 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এএফসি কাপের (AFC Cup) ব্যর্থতা এখন অতীত। দিমিত্রি পেত্রাতোস-সহ (Dimitri Petratos) দলের একাধিক তারকা ফুটবলার চোটে জর্জরিত। তবুও হায়দরাবাদ এফসি-র (Haydebard FC) বিরুদ্ধে জয় ছাড়া আর কিছুই ভাবছেন না মোহনবাগানের (Mohun Bagan) হেড কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferando)। এই মুহূর্তে চলতি আইএসএল-এ (ISL 10) ৪ ম্যাচ খেলে সবুজ-মেরুনের ঝুলিতে রয়েছে ১২ পয়েন্ট। আপাতত লিগ টেবলের তিন নম্বরে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন দল। অন্যদিকে প্রতিপক্ষ হায়দরাবাদের অবস্থা খুবই খারাপ। ৭ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে সবার শেষে রয়েছে নিজামের শহরের দল।

Advertisement

শনিবার, ২ ডিসেম্বর কলিঙ্গ স্টেডিয়ামে ৯০ মিনিটের যুদ্ধে নামবে সবুজ-মেরুন। বিপক্ষের অবস্থা ভালো না হলেও ফেরান্দো বলেন, “আমরা পেশাদার। আমাদের কাজ সামনের দিকে তাকানো। অতীত নিয়ে বেশি ভেবে লাভ নেই। কারণ আমাদের জেতা ছাড়া আর কোনও উপায় নেই। তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে আমরা মাঠে নামব।”

[আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘নেতা’ হোক রোহিত, চাইছেন সৌরভ]

মরশুমের শুরুতেই দুঃসংবাদ আসে মোহনবাগান শিবিরে, আশিক কুরুনিয়ান (Ashique Kuruniyan) ভারতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পেয়ে কার্যত সারা মরশুমের জন্যই ছিটকে গিয়েছেন। চোট কবলে পড়েছেন তারকা ডিফেন্ডার আনোয়ার আলি (Anwar Ali)। তিনিও কবে মাঠে ফিরবেন, এখনও কেউ নিশ্চিত নন। এএফসি কাপে ওড়িশা এফসি-র বিরুদ্ধে নামার আগে চোটের তালিকায় নাম লিখিয়েছিলেন অজি স্ট্রাইকার পেত্রাতোস। এদিকে স্ট্রাইকার মনবীর সিংও (Manvir Singh) চোট পেয়েছিলেন। তিনি কি আদৌ আইএসএল-এর পরবর্তী ম্যাচ খেলতে পারবেন? সেটা হলে ভালো, না হলে এই চার ফুটবলারকে ছাড়াই স্প্যানিশ কোচকে ছক তৈরি করতে হবে।

দলের চোট-আঘাত নিয়ে ফেরান্দো বলেন, “এই মুহূর্তে যে ফুটবলাররা ফিট আছে, তাদের নিয়েই পরিকল্পনা করছি। তবে গত দুটি ম্যাচে আমাদের পারফরম্যান্সে আমি হতাশ। দিমিত্রির জন্য আরও দুদিন অপেক্ষা করব। আমার হাতে তো জাদু নেই। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। মেডিক্যাল স্টাফ কাজ করে চলেছে। কারা খেলার অবস্থায় আছে বা কারা নেই, এর ব্যাখ্যা দেওয়া কঠিন। এটা জানার জন্য খেলা শুরু হওয়ার ২-৩ ঘণ্টা আগে পর্যন্ত অপেক্ষা করতে হয় আমাদের। এ ক্ষেত্রেও করব।”

চোট-আঘাতের সঙ্গে দলের আর এক সমস্যা, আর এক সমস্যা হল গোল করার লোকের অভাব। গত দুই ম্যাচে সবুজ-মেরুন বিপক্ষের কাছে সাত গোল হজম করলেও, গোল দিয়েছে মাত্র তিনটি। জেসন কামিংস, আর্মান্দো সাদিকুরা প্রত্যাশা অনুসারে পারফর্ম করতে পারছেন না। লিস্টন কোলাসো ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ। শুভাশিস বোস-সাহাল আব্দুল সামাদও তেমন নজর কাড়তে পারেননি। সেটা স্প্যানিশ কোচ বেশ জানেন। তবুও মনে করেন এমন কঠিন মুহূর্তে একটা জয় ড্রেসিংরুমে অনেকটা মুক্ত বাতাস এনে দেবে।

[আরও পড়ুন: ধোনিকে সেরা অধিনায়ক তকমা দিলেও, ‘মনের মানুষ’ কে? অকপট অশ্বিন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement