সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে আরও কালো হচ্ছে যুদ্ধের মেঘ। প্যালেস্তাইনে অব্যাহত ইজরায়েলের (Israel) গোলাবর্ষণ। এদিকে ইজরায়েলের আকাশে হানা দিচ্ছে প্যালেস্তাইনের (Palestine) রকেট। সংঘর্ষের দ্বিতীয়দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪। যাদের মধ্যে ৬ শিশুও রয়েছে।
শুক্রবার গাজার ইসলামিক জেহাদের কমান্ডার তায়সির আল জাবারিকে খতম করেছে ইজরায়েলের বাহিনী। তারপর থেকেই দু’দেশের মধ্যে জোরদার লড়াই চলছে। ইজরায়েল সাফ জানিয়েছে, ইসলামিক জেহাদের সন্ত্রাস রুখতে হামলা চালাচ্ছে তারা। উল্লেখ্য, আপাতত এই সংঘর্ষ থেকে নিজেদের দূরেই রেখেছে প্যালেস্তাইনের সবচেয়ে বড় সন্ত্রাসবাদী গোষ্ঠী হামাস। ফলে সংঘর্ষের তীব্রতা নিয়ন্ত্রণে রয়েছে। হামাস এই সংঘর্ষে যোগ দিলে মৃত্যুমিছিল আরও লম্বা হবে মনে করছে ওয়াকিবহাল মহল।
[আরও পড়ুন: বাহিনীর জওয়ানদের মানসিক পরিস্থিতির কাউন্সেলিং করাক কেন্দ্র, পরামর্শ বিজেপি বিধায়কেরই]
উল্লেখ্য, ২০২১ সালের মে মাসে জেরুজালেমের আল আকসা মসজিদে ইহুদি ও মুসলিম সম্প্রদায়ের অনুগামীদের মধ্যে সংঘাত শুরু হয়। তারপর তা ক্রমে ভয়াবহ আকার নেয়। রমজানের নমাজ পড়তে জেরুজালেমের আল আকসা মসজিদে জড়ো হয়েছিলেন হাজার হাজার মুসলমান। সেখান থেকেই সংঘাতের সূত্রপাত। তারপর প্রায় ১১ দিন ধরে হামাস ও ইজরায়েলী সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ হয়। ওই সংঘর্ষে ২৫৬ জন প্যালেস্তানীয়র মৃত্যু হয়। এর আগে আরও তিনবার রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে দুই দেশ। তাই সংঘর্ষে হামাসের
প্যালেস্তাইনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ইজরায়েলের হামলায় গাজার (Gaza Strip) উপকূলবর্তী এলাকায় ৬ শিশু-সহ ২৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ইজরায়েলি সেনার দাবি, ইসলামিক জেহাদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে উত্তর গাজার জাবালিয়া শহরে। যার জেরে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে শিশুও রয়েছে। তবে মৃতের সংখ্যা সম্পর্কে তাদের তরফে কিছু জানানো হয়নি। এদিকে এই রকেট হামলা প্রসঙ্গে মুখ খোলেনি প্যালেস্তাইনও।