Advertisement
৩৮ বছরেই 'জওয়ান' শাহরুখের 'কাবেরী আম্মা', ঋদ্ধি ডোগরার এই আগুনে রূপ দেখেছেন?
ওয়েব সিরিজে সমকামী চরিত্রেও অভিনয় করেছেন হিন্দি টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী।
বয়স মাত্র ৩৮ বছর। তাতে কী? 'জওয়ান' ছবিতে কাবেরী আম্মা হয়ে নজর কেড়েছেন ঋদ্ধি ডোগরা। এই ঋদ্ধি আবার সোশাল মিডিয়ায় বেশ বিন্দাস।
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ঋদ্ধি। তাঁর আরও একটি পরিচয় আছে। বিজেপি নেতা অরুণ জেটলি ঋদ্ধির আত্মীয় হন অভিনেত্রী।
অবশ্য এর সঙ্গে ঋদ্ধির কেরিয়ারের কোনও সম্পর্ক নেই। নিজের অভিনয় প্রতিভার জোরেই হিন্দি টেলিভিশনে প্রতিষ্ঠা পেয়েছেন তিনি।
এখন টেলিভিশনের থেকে সিনেমা আর ওয়েব প্ল্যাটফর্মেই মন দিয়েছেন ঋদ্ধি। 'অসুর' সিরিজে নুসরত সইদের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে।
Published By: Suparna MajumderPosted: 06:52 PM Sep 16, 2023Updated: 06:52 PM Sep 16, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
