সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের নতুন উপহার৷ বাড়ল ‘জিও’র ফ্রি পরিষেবার সময়সীমা৷ ৩১ মার্চ পর্যন্ত বিনামূল্যে আনলিমিটেড 4G ইন্টারনেট ও ভয়েস কলিং-য়ের সুবিধা পাবেন জিও গ্রাহকরা৷ বৃহস্পতিবার মুম্বইয়ে জানিয়ে দিলেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি৷
আরআইএল কর্ণধার এদিন স্পষ্ট করেছেন, ৪ ডিসেম্বর থেকে যাঁরা রিলায়েন্স ‘জিও’র নতুন গ্রাহক হবেন তাঁরা ২০১৭ সালের ৩১ মার্চ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে ‘জিও’র সমস্ত পরিষেবা গ্রহণের সুযোগ পাবেন৷ পাশাপাশি, যাঁরা ইতিমধ্যেই জিও ব্যবহার করছেন, তাঁরাও এই সুবিধা পাবেন৷
বৃহস্পতিবার দেশের ৫.২ কোটি জনতাকে জিও পরিষেবা ব্যবহার করার জন্য ধন্যবাদ জানান মুকেশ আম্বানি৷ তিনি জানান, আরও সহজ হচ্ছে জিও সিমকার্ড হাতে পাওয়া৷ লাইনে দাঁড়িয়ে নয়, বাড়িতে বসেই মিলবে সিম৷ আর বৈধ পরিচয়পত্র থাকলে পাঁচ মিনিটের মধ্যেই অ্যাক্টিভেট হয়ে যাবে সিমকার্ড৷
এদিন নোট বাতিলের সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে রিলায়েন্স কর্নধার বলেন, “নরেন্দ্র মোদি খুব ভাল পদক্ষেপ নিয়েছেন৷ ডিজিটাল অর্থনীতিই বিশ্বের ভবিতব্য৷”
The post ৩১ মার্চ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে মিলবে ‘জিও’ পরিষেবা appeared first on Sangbad Pratidin.