রঞ্জন মহাপাত্র, কাঁথি: ভোটের মাঝে ফের শিরোনামে অনুব্রত মণ্ডলে। তবে চড়াম-চড়াম ঢাক বাজিয়ে বা গুড়-বাতাসা বিলির দাওয়াই দিয়ে নয়, বরং সর্বভারতীয় পরীক্ষায় তৃতীয় স্থান দখল করে বাংলার মুখ উজ্জ্বল করলেন এই অনুব্রত। তাঁর বাড়ি অবশ্য বোলপুরের নিচুপট্টিতে নয়, বরং সেখান থেকে পৌনে তিনশো কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে।
অনুব্রত মণ্ডল। কন্টাই পাবলিক স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। এ বার আইএসসি পরীক্ষায় দেশের মধ্যে সম্ভাব্য তৃতীয়। ৪০০-র মধ্যে পেয়েছেন ৩৯৭। শতাংশের বিচারে ৯৯.২৫ শতাংশ। রসায়নে ১০০, গণিতে ১০০, পদার্থবিদ্যায় ৯৯, ইংরেজিতে ৯৮, জীববিদ্যায় ৯৩। দশম শ্রেণির পরীক্ষাতেও ৯৮ শতাংশ নম্বর পেয়েছিলেন অনুব্রত। তবে মেধাতালিকায় স্থান পাননি। সেই আক্ষেপ মিটল এবার।
[আরও পড়ুন: ভাটপাড়ায় মোদির সভার আগে জেসিবি নামিয়ে মাঠ খোঁড়াখুঁড়ি! নিশানায় তৃণমূল শাসিত পুরসভা]
নিজের 'নেমসেক' রাজনীতিবিদের বিষয় অবগত কাঁথির অনুব্রত। জানেন, গরু পাচারের অভিযোগে তিহাড় জেলেবন্দি বীরভূমের দাপুটে তৃণমূলের জেলা সভাপতি। তবে রাজনীতিতে মোটেও আগ্রহ নেই বছর আঠারোর তরুণের। তিনি ভবিষ্যতের স্বপ্নে বুঁদ। বলছেন, আইআইএসইআর (ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ)-এর পরীক্ষায় বসতে চান। আইএসসির এই ফলকে সোপান করে সাফল্যের আকাশে উড়ান দিতে চান অন্য অনুব্রত।