সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতার ৭৫ বছর উদযাপনে পালিত হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব (Azadi Ka Amrit Mahotsav)। দেশজুড়ে সৃষ্টি হয়েছে প্রবল উদ্দীপনা। বাড়িতে, অফিসে তোলা হচ্ছে জাতীয় পতাকা। সকলের প্রোফাইল ছবিতে তেরঙ্গা রাখার আরজি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেই সঙ্গে সকলকে ‘হর ঘর তেরঙ্গা’ অভিযানে শামিল হতে ডাক দিয়েছেন তিনি। জানেন কি, এই অভিযানে যুক্ত হয়ে বাড়িতে ত্রিবর্ণরঞ্জিত পতাকা লাগালেই মিলবে সার্টিফিকেট।
ঠিক কী এই ‘হর ঘর তেরঙ্গা’ অভিযান? গত ২২ জুলাই ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর কাছে আরজি জানান, সকলে যেন ১৩ থেকে ১৫ আগস্টের মধ্যে নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করেন। এবং সেই ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। নিজেদের সোশ্যাল মিডিয়ার ছবি বদলে তেরঙ্গা রাখার আরজিও জানান তিনি।
[আরও পড়ুন: রাজৌরি সেনাঘাঁটিতে হামলার দায় স্বীকার পাক জঙ্গিগোষ্ঠীর, জি-২০ বৈঠক বানচালের হুমকি]
এই অভিযানে অংশগ্রহণকারীরা তাঁদের তোলা ছবি আপলোড করতে পারেন harghartiranga.com ওয়েবসাইটে। তবে এই অভিযানে অংশ নিতে চাইলে প্রথমে নিজের নাম নথিভুক্ত করতে হবে। তারপর আপলোড করতে হবে জাতীয় পতাকার ছবি। তাহলেই মিলবে সার্টিফিকেট। কীভাবে ডাউনলোড করবেন সেটি? জেনে নিন বিশদে-
- প্রথমে harghartiranga.com ওয়েবসাইটটি খুলুন।
- এবার হোমপেজের ‘পিন আ ফ্ল্যাগ’ অপশনে ক্লিক করতে হবে।
- এরপর ওয়েবসাইটকে আপনার লোকেশন অ্যাকসেস করার অনুমতি দিন।
- নিজের নাম ও মোবাইল নম্বর দিন।
- এবার নিজের ছবি আপলোড করে দিন ‘প্রোফাইল পিকচার’ সেকশনে গিয়ে। তারপর ‘নেক্সট’-এ ক্লিক করুন।
- এবার ‘পিন আ ফ্ল্যাগ’-এ ট্যাপ করুন।
- পতাকা আপলোড হয়ে গেলেই সেটি আপনার ডিভাইসে সেটি ডিসপ্লে হবে।
- এরপর ডাউনলোড অপশনে গিয়ে ক্লিক করুন। তাহলেই সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে।