shono
Advertisement
Kolkata

অ্যাপ বাইকে চড়ে ড্রাইভারের গোপনাঙ্গ চেপে ধরলেন যাত্রী! তারপর... রাতের কলকাতার ভিডিও ভাইরাল

যাত্রীর কাছ থেকে এমন অভিজ্ঞতাও হতে পারে, তা বোধহয় ভাবেননি অ্যাপবাইকের চালক! 
Published By: Kousik SinhaPosted: 12:31 AM Jan 18, 2026Updated: 09:54 AM Jan 18, 2026

বর্তমানে অ্যাপ ক্যাবের জমানায় যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষের অন্যতম ভরসা হয়ে উঠেছে ওই সংস্থাগুলিই। অনেক সময় আবার ক্যাব বুক করতে পকেটে টান পড়লে বাইকই ভরসা। প্রতিদিন আলাদা আলাদা ড্রাইভার, আলাদা যাত্রীর সঙ্গে পথচলার অভিজ্ঞতাও আলাদাই। কেউ গম্ভীর, কারও মুখে কথার খই ফোটে, কেউ হাসিখুশি, কেউ বিরক্ত। তাই বলে যাত্রীর কাছ থেকে এমন অভিজ্ঞতাও হতে পারে, তা বোধহয় ভাবেননি অ্যাপবাইকের চালক!  এমন ঘটনার সম্মুখীন হলেন যে মাঝপথে নেমে তা সমাজমাধ্যমে ভিডিও করতে বাধ্য হলেন চালক! রাতের কলকাতার সেই ভিডিয়োই এখন ভাইরাল। ঠিক কী ঘটেছিল ওই অ্যাপ বাইক চালকের সঙ্গে!

Advertisement

সম্প্রতি সোশাল মিডিয়া স্ক্রল করলেই দেখা যাচ্ছে এক ব্যক্তির মুখ! চশমা পরা, পরণে টি শার্ট, পিঠে ব্যাগ, হাতে মোবাইল। নাম-ধাম কিছুই জানা যায়নি। তবে ওই সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োতে এক ব্যক্তিকে বাংলায় বলতে শোনা যাচ্ছে একটি অভিযোগের কথা। অভিযোগটা কিছুটা অদ্ভুত বললেও ভুল হবে না। চশমা পরা ওই ব্যক্তি নাকি বাইক চালকের গোপনাঙ্গে হাত দেওয়ার চেষ্টা করেছেন। যদিও ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

ভিডিয়োটিতে ক্যামেরার পিছনে যিনি আছেন, তিনিই নিজেকে বাইক চালক বলে দাবি করেছেন। তাঁকে বলতে শোনা যাচ্ছে, বাইকের পিছনে সিটে বসা ওই যাত্রী তাঁর কোমর ধরার বদলে, তাঁর গোপনাঙ্গ স্পর্শ করেছেন। তিনি যখন নিষেধ করেন, তখন নাকি ওই ব্যক্তি নামিয়ে দেওয়ার কথা বলেন। এমনকী মাঝপথেই নেমে পড়েন ওই যাত্রী। শুধু তাই নয়, ক্যামেরা ধরে যখন বাইক চালক অভিযোগ করেন, তখন ওই ব্যক্তির মুখে কোনও বক্তব্য শোনা যাচ্ছে না। অর্থাৎ ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়াও পাওয়া যায়নি তাঁর।

সমাজমাধ্যমে ওই ভিডিয়ো ভাইরাল হতেই হু হু করে তা শেয়ার হচ্ছে! এক ওয়াল থেকে অন্য ওয়ালে ছড়িয়ে পড়ছে। ইউজারদের অনেকেই বলছেন, 'দেখে নিন' বা 'চিনে নিন' ওই ব্যক্তিকে। হাসি-মজা তো চলছে ঠিকই। তবে, একটা বড় প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে, মহিলাদের শ্লীলতাহানির কথা শোনা যায়, এবার কি তবে পুরুষেরও শ্লীলতাহানি? রাস্তায় কি এবার পুরুষরাও নিরাপদ নন? 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement