অর্ণব আইচ: খাস কলকাতায়(Kolkata) সক্রিয় হেরোইন পাচারচক্র (Heroin Smuggling)! কলকাতা থেকে ওড়িশায় নিষিদ্ধ ড্রাগ পাচারের ছক! বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার ১ পাচারকারী। বাবুঘাট বাস স্ট্যান্ড থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের থেকে উদ্ধার হয়েছে নিষিদ্ধ ড্রাগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বাপি ঠাকুর। তিনি চিৎপুর থানা এলাকার বাসিন্দা। ধৃত বৃহস্পতিবার গভীর রাতে বাবুঘাট বাস স্ট্যান্ডে আসেন। সেখান থেকে ওড়িশাগামী একটি বাস ধরার কথা ছিল তাঁর। সেই রাজ্যে পারাদ্বীপে সেই ড্রাগস পাচারের ছক কষেছিল বাপি।
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ অভিযান চালায় পুলিশ। ধৃতের থেকে ১০৩ গ্রাম হলুদ রঙের গুড়ো ড্রাগ উদ্ধার করেছেন তদন্তকারীরা। পুলিশের প্রাথমিক অনুমান, সেটি হেরোইন হতে পারে। এছাড়াও বাপির থেকে একটি মোবাইল ফোন ও কিছু টাকা নগদ উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন, বনগাঁর বাসিন্দা এক বাপির থেকে ড্রাগটি নেন ধৃত। ময়দান থানায় ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে আজ, শুক্রবার হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পেশ করবে তদন্তকারীরা।
