shono
Advertisement
Mamata Banerjee

'ভোটের পর কেন SIR হল না?' 'মোদি-মীরজাফর-কুর্সিবাবু'দের একযোগে তোপ মমতার

মমতার প্রশ্ন, বাংলায় রোহিঙ্গারা আসছেন কোথা থেকে?
Published By: Sucheta SenguptaPosted: 05:43 PM Nov 04, 2025Updated: 07:03 PM Nov 04, 2025

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ভোটের তিনমাস আগে কেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ কেন? কেন ভোট হয়ে যাওয়ার পর এসআইআর হচ্ছে? কেন এই তালিকা থেকে অসম বাদ? এমনই সব প্রশ্ন তুলে এসআইআর বিরোধী ভাষণের সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি নিশানা করলেন 'মোদিবাবু', 'মীরজাফর', 'কুর্সিবাবু'দের অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। তাঁর উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্লেষ, ''মোদিবাবুদের খুশি করতে উঠেপড়ে লেগেছেন।'' প্রশ্ন তুললেন, বাংলায় রোহিঙ্গারা আসছেন কোথা থেকে?

Advertisement

মঙ্গলবার ধর্মতলায় আম্বেদকর মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে সংবিধানের কপি হাতে নিয়ে মিছিল শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলে শামিল হয়েছেন দলের নেতা, কর্মী, সাংসদ, বিধায়ক, কাউন্সিলর ছাড়াও মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি, একঝাঁক সেলিব্রিটি। সংবিধানের কপি হাতে নিয়েই প্রায় ৪ কিলোমিটার রাস্তা হাঁটেন মমতা-অভিষেক। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে প্রতিবাদ মঞ্চে যোগ দেন তাঁরা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে নাম না করে জ্ঞানেশ কুমারকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর প্রশ্ন, ‘‘কুর্সিবাবুকে প্রশ্ন, বাংলায় যদি রোহিঙ্গা আসে, তারা কোথা থেকে আসে? নাগাল্যান্ড, ত্রিপুরা, অসমে এসআইআর হল না কেন? শুধু বাংলায় ভোটের আগে এসআইআর কেন?''

২০০১ সালের নির্বাচনের পর বাংলায় শেষবারের এসআইআর হয়েছিল। তারপর ২ বছর ভোট ছিল না। আজকে হঠাৎ কেন মোদি বাবু আর অমিত শাহকে খুশি করতে কুর্সিবাবু ইতিহাস তৈরি করতে চলেছেন! একটা নাম বাদ গেলে সরকার ভেঙে চুরমার করার হুঁশিয়ারি মমতার। তাঁর কথায়, ‘‘জনগণ ভুল করলে নাম বাদ দিচ্ছে। বাবা-মায়ের নাম না থাকলে কি আবার জন্মে প্রমাণ করতে হবে আমি বাংলার নাগরিক? কমিশন যে একাধিক গন্ডগোল করছে তালিকায়, তার বেলা? শাস্তি কে দেবে? ভোটের পর এসআইআর করলে কী সমস্যা হত? তা নয়। ওদের কত বাবু, বড় বাবু, ছোটো বাবু…আমি চেয়ারকে সম্মান করি। কিন্তু দালালিরও একটা সীমা থাকে। অত্যাচারের সব সীমা তো আপনারা পার করে ফেলেছেন।’’ 

মমতার এই আক্রমণের পালটা দিয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেন, "কমিশন তো বলেই দিয়েছে একজন ভারতীয়র নামও বাদ যাবে না, যারা নন তাদের বাদ যাবে। এদের ভোট বাঁচাতে আপনি এত মরিয়া কেন? কী পান এদের থেকে?" এখনই কেন এসআইআর, সে প্রসঙ্গে সুকান্ত বলেন, "কমিশন সময়ে সময়ে অনেক পরিবর্তন করে। ব্যালট থেকে তো ইভিএম হয়েছে। কমিশনের সিদ্ধান্ত। তৃণমূল জলাতঙ্কের মত এসআইআর আতঙ্কে ভুগছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement