সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরোদমে বর্ষা বঙ্গে৷ টানা এক-দু’ঘণ্টা, আবার কখনও দু-এক পশলা৷ এদিকে বৃষ্টি বলে বাড়ি বসে থাকাও যাবে না৷ সুতরাং, সাজপোশাক হবে সিজনের সঙ্গে সামঞ্জস্য রেখে৷ অনগোয়িং মানডেন মনসুন যাতে হয়ে ওঠে হ্যাপি হ্যাপি, তারই জন্য রইল কিছু টিপস৷
কালার প্যালেট: বর্ষাকালে অনেকের মন যেমন চাঙ্গা হয়ে ওঠে, তেমনই মনখারাপও হয় অনেক সময়৷ মনসুন সিজনের গ্লুমিভাব কাটাতে সেরা দাওয়াই ব্রাইট, ভাইব্রেণ্ট রঙের পোশাক৷ ব্রাইট ব্লু, ইয়েলো, ট্যাঞ্জারিন, ফুসিয়া, লাইম গ্রিন, মভ ধরনের রং বেছে নিন বর্ষার দিনে৷ সাদা, অফ-হোয়াইট, অ্যাশ, চারকোল, টিল ও অন্যান্য আর্দি টোনস এ সময় অ্যাভয়েড করুণ৷
মেটিরিয়াল: সারা বছর সুতি, খাদি আরামদায়ক হলেও বর্ষার প্রধান সমস্যা জামাকাপড় ভিজে যাওয়া৷ সুতির পোশাক বেশিক্ষণ জল ধরে রাখে, তাতে শুকোতেও দেরি হয়৷ এর বদলে শিফন, জর্জেট, মলমল, লিনেন জাতীয় মেটিরিয়াল ব্যবহার করাই শ্রেয়৷ জল পড়লেও শুকবে অনেক তাড়াতাড়ি৷
পোশাক: জিন্স বর্ষাকালে একেবারে স্ট্রিক্ট নো-নো৷ এমনকী পালাজো, ট্রাউজারও এ সময় না পরাই ভাল৷ তার বদলে বর্ষার দিনে কিউলটস, নি-লেন্থ স্কার্ট, প্লে স্যুট, নি-লেন্থ অথবা কাফ লেন্থ ড্রেস অনেক বেশি আরামদায়ক ও ইজি টু ক্যারি৷ সঙ্গে টিম আপ করুন ক্রপ টপ বা স্মার্ট কাটস-এর পোশাক৷ শিফ্ট ড্রেসের বদলে অল্প ফ্লেয়ার্ড ও ফ্লোয়ি ড্রেস পরুন৷ মোনোক্রোম-এর পাশাপাশি ফ্লোরাল প্রিণ্টও বর্ষার দিনে পারফেক্ট৷
অ্যাকসেসরিজ: বর্ষার সময় পোশাকের পাশাপাশি নেল কালার্স-এও নিওন রং ট্রাই করুন৷ ফ্রেঞ্চ ম্যানিকিওরও করতে পারেন৷ বর্ষার কাদাজলেও হাত-পা সুন্দর দেখাবে৷ খুব বেশি ক্লামজি অ্যাকসেসরিজ অ্যাভয়েড করুন, বদলে স্মার্ট স্টেটমেণ্ট পিস বেছে নিন৷ এখন ছাতার ডিজাইন রয়েছে হরেকরকম৷ পোশাকের রঙে সাহসী হতে না চাইলে ছাতা, রেনকোট বেছে নিন উজ্জ্বল রঙের৷
ফুটওয়্যার: জুতো যাই হোক, তা হবে রাবারের তৈরি৷ এখন নানান ব্রাইট রঙের ফ্লোটার্স পাওয়া যায়, যা অনায়াসে ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে পরা যায়৷ এছাড়া যেকোনও ন্যুড রঙের পাম্পস বর্ষার জন্য আদর্শ৷ স্লিপার্সেও এখন প্রচুর রঙের ও ডিজাইনের অপশন মিলবে৷ বর্ষায় লেদার, সোয়েড একেবারে এড়িয়ে চলুন৷
The post হালফিলের বর্ষার ফ্যাশনের হাল-হকিকত appeared first on Sangbad Pratidin.