সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা আসতে আর বেশি দেরি নেই। প্যান্ডেলে বাঁশ-দড়ি যেমন পড়ে গিয়েছে, তেমন ওয়ার্ড্রোবেও নিত্য-নতুন হাল ফ্যাশনের পোশাকের সম্ভার বাড়ছে। একেক দিন একেকরকম ফ্যাশনে চমক দিতে হবে তো? আর পুজো মানেই বাঙালিদের কাছে শাড়ি। তবে ৬ গজের এই কাপড় একইভাবে পরে পরে একঘেয়ে হলে গেলে, এবার বাঙালিয়ানায় খানিক মারাঠি লুকের এক্সপেরিমেন্ট করতে পারেন। ঠিক যেমনটা মধুমিতা সরকার করেছেন।
মারাঠি হ্যান্ডলুম শাড়ির প্রচুর ভ্যারাইটি। পুজোর কোনদিন, কখন পরবেন মানে- দিন বা রাত, কোন সময়ে এই লুক চাইছেন, সেচটা ঠিক করে শাড়ি নির্বাচন করে নিন। ধুতির মতো কোঁচ দিয়ে পরতে পারেন। সঙ্গে মারাঠি লুককে আরও জবরদস্ত করতে নাথনি তো রয়েইছে। তবে রাতে হলে নাথনি পরতে পারেন। আর দিনে এই লুক ক্রিয়েট করতে গেলে ছোট্ট নাথনি শাড়ির সঙ্গে মানানসই। আর খুব ইমপরট্যান্ট গয়না। নথে যদি টানা চেইন থাকে তাহলে সেক্ষেত্রে কানের দুল ছোট পরাই ভাল। আর ছোট থাকলে কানে ঝোলা দুল পরতে পারেন। সঙ্গে মারাঠি স্টাইল অর্ধচন্দ্রাকার টিপ। শাড়ির সঙ্গে মানানসই টিপ বেছে নিন।