সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের মাটিতে ফের ফিরছে টিকটক! গত পাঁচ বছর আগে এদেশে নিষিদ্ধ হয় চিনা সংস্থা পরিচালিত অন্যতম শর্ট ভিডিও অ্যাপটি। সম্প্রতি বেশ কিছু ইউজার সোশাল মিডিয়ায় দাবি করেন, তাঁদের কাছে নাকি টিকটকের ওয়েবসাইট খুলছে। আর এরপরেই যাবতীয় জল্পনার সূত্রপাত! সত্যিই ফিরছে তাহলে টিকটক? যদিও গুগল প্লে স্টোর কিংবা অ্যাপল অ্যাপ স্টোরে এখনও কিন্তু টিকটক অ্যাপটি পাওয়া যাচ্ছে না। এমনকী সংস্থার তরফেও এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
একটা সময় ভারতের মাটিতে অন্যতম জনপ্রিয় অ্যাপগুলির মধ্যে একটি ছিল টিকটক। শুধু তাই নয়, সবথেকে বেশি ডাউনলোড হওয়া অ্যাপগুলির মধ্যেও শীর্ষে ছিল। তথ্য বলছে, ভারতের মাটিতে চিনা এই অ্যাপের ২০০ মিলিয়ন উউজার ছিল। এই অ্যাপে শর্ট ভিডিও বানিয়ে আয়ের সুযোগও তৈরি হয়েছিল। কিন্তু ২০২০ সালে ভারত-চিন সম্পর্কে মোড় ঘুরে যায়। বিশেষ করে গালওয়ান সংঘাতে আবহে দু'দেশের সম্পর্কে ব্যাপক প্রভাব পড়ে। আর এরপরেই চিনের সংস্থা পরিচালিত অন্তত ৫৯ টি অ্যাপ এবং সোশাল মিডিয়া প্লাটফর্ম নিষিদ্ধ করা হয়।
সেই তালিকায় ছিল টিকটকও। এছাড়াও ইউসি ব্রাউজার, ইউসি নিউজ, ভিগো ভিডিও সহ একাধিক অ্যাপ এবং প্ল্যাটফর্মকেও নিষিদ্ধ হয়। তালিকায় ছিল অন্যতম জনপ্রিয় গেম পাব-জিও। মূলত চিনা সংস্থা নিয়ন্ত্রিত টিকটক সহ এই অ্যাপগুলির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ সামনে আসে। বিশেষ করে ইউজারদের ব্যক্তিগত তথ্য লঙ্ঘন, গোপন ডেটা সংগ্রহ করে গুপ্তচরবৃত্তি করার মতো মারাত্মক অভিযোগ সামনে আসে।
আর এরপরেও চিনা অ্যাপের উপর চলে 'সার্জিকাল স্ট্রাইক'! সম্প্রতি কোনও কোনও ইউজার সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, টিকটক ওয়েবসাইটটি খুলছে। আর এরপরেই জল্পনা ছড়ায়, তাহলে টিকটক আবারও খুলছে দেশে। যদিও সরকারি সূত্রে খবর, সরকারি নির্দেশ অনুযায়ী শর্ট ভিডিও অ্যাপটি এখনও নিষিদ্ধই রয়েছে।
জানা গিয়েছে, টিকটক ওয়েবসাইটটির শুধুমাত্র হোমপেজই খুলছে। অন্য কোনও পেজে যাওয়া যাচ্ছে না।
