shono
Advertisement

কম খরচে ঘুরে আসুন দার্জিলিং-সিকিম, রইল সরকারি প্যাকেজ ট্যুরের খুঁটিনাটি

কী কী সুবিধে পাচ্ছেন জেনে নিন?
Posted: 09:27 PM Dec 27, 2023Updated: 01:54 PM Dec 28, 2023

বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি : উত্তরে বেড়াতে এসে এনজেপি স্টেশন অথবা বাগডোগরা বিমানবন্দরে নেমে গাড়ি ভাড়া নিয়ে তিক্ত অভিজ্ঞতা কমবেশি বেশিরভাগ পর্যটকের রয়েছে। শুধু মাত্র রেল স্টেশন অথবা বিমানবন্দর থেকে হোটেল ও রিসর্টে পৌঁছনো নয়। সেখান থেকে গন্তব্যে পৌঁছতেও হ্যাপা সামলাতে হয়েছে অনেককে। ওই জটিলতা কাটাতে পর্যটকদের কম খরচে দার্জিলিং ও সিকিম প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করতে উদ্যোগী হয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (এনবিএসটিসি)।

Advertisement

সংস্থার ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই বলেন, “পর্যটকদের কাছ থেকে যেমন খুশি ভাড়া আদায়ের অভিযোগ অনেক দিনের। ওই তিক্ততা কাটাতে এবার বড়দিনের পরই শুরু হচ্ছে প্যাকেজ ট্যুর। খুবই কম খরচে সরকারি বাসে পর্যটকরা ভ্রমণের সুযোগ পাবেন।” এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, ২৬ ডিসেম্বর এবং ৩০ ডিসেম্বর চারদিন তিন রাতের দার্জিলিং প্যাকেজ ট্যুর রয়েছে। দার্জিলিং পাহাড়ের দর্শনীয় জায়গাগুলো ভ্রমণের ব্যবস্থা থাকবে। এজন্য মাথাপিছু ভাড়া ধার্য হয়েছে সাড়ে সাত হাজার টাকা। এরমধ্যে রয়েছে হোটেলে থাকা, ভ্রমণের খরচ। অন লাইন বুকিং চালু আছে। তাই পর্যটকদের সমস্যা হচ্ছে না। নিউ জলপাইগুড়ি, বাগডোগরা বিমানবন্দর অথবা শিলিগুড়ি বাস টার্মিনাস থেকে পর্যটকদের বাসে তুলে নেওয়া হবে। একইভাবে চারদিন-তিন রাতের ডুয়ার্স প্যাকেজ ট্যুরের ব্যবস্থা হয়েছে।

[আরও পড়ুন: বুকিং নেই, সুন্দরবন থেকে ফিরতে হল বহু পর্যটককে]

এনবিএসটিসি কর্তারা জানান, পুজোয় ‘ট্যুরিস্ট ট্যাক্সি’ সার্ভিসে ভালো সাড়া মিলেছে। এবারও প্রচুর পর্যটক খোঁজ নিতে শুরু করেছে। ২৫ আসনের চারটি বাস তৈরি রাখা হয়েছে। প্রয়োজনে আরও বাস নামানো হবে। এরফলে একদিকে যেমন সংস্থার রোজগার বাড়বে, লোকসান কমবে। অন্যদিকে পর্যটকদের সমস্যাও মিটবে। রাজ্য সরকারের ইকো ট্যুরিজম বিভাগের চেয়ারম্যান রাজ বসু বলেন, “খুবই ভালো উদ্যোগ। এই সরকারি পরিষেবার ফলে পর্যটকরা কম খরচে পাহাড় ও ডুয়ার্স ভ্রমণের সুযোগ পাবেন।”

[আরও পড়ুন: বড়দিনের আগেই খুলল উত্তর সিকিমের চুংথাং, পর্যটকদের মানতে হবে শর্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement