সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই'য়ের (AI) জগতে বিপ্লব এনেছে ওপেন এআই (Open AI)। এবার একেবারে নতুন একটি ওয়েব ব্রাউজার Atlas লঞ্চ করল এই সংস্থা। মূলত গুগল ক্রোমকে টক্কর দেবে নয়া এই ব্রাউজার। ওপেন এআই-এর দাবি, নয়া ওয়েব ব্রাউজার সম্পূর্ণভাবে এআই বেসড। শুধু তাই নয়, এর ব্যবহারও অনেক বেশি সহজ। ইতিমধ্যে গোটা বিশ্বে যথেষ্ট জনপ্রিয় হয়েছে ওপেন এআই। কিন্তু আয়ের ক্ষেত্রে এখনও অনেকটাই পিছিয়ে রয়েছে এই সংস্থা। সেখানে দাঁড়িয়ে এটিকে আয়ের অন্যতম উৎস হিসেবেই দেখছে এই সংস্থা।
একটি বার্তায় ওপেন এআই জানাচ্ছে, চ্যাটজিপিটি যথেষ্ট সফল। ৮০০ মিলিয়ন মানুষ তা ব্যবহার করে। কিন্তু তাঁদের মধ্যে বেশিরভাগই ফ্রি-তে ব্যবহার করে থাকে। এই অবস্থায় নয়া এই ওয়েব ব্রাউজার Atlas-কে নতুন আয়ের উৎস হিসেবেই দেখা হচ্ছে। বিশেষ করে বিজ্ঞাপন এবং অনলাইন সার্চের মাধ্যমে আয় বাড়ানোর চেষ্টা করা হবে। প্রাথমিকভাবে অ্যাপল ল্যাপটপে এই ব্রাউজারটিকে পাওয়া যাবে। তবে আগামিদিনে মাইক্রোসফট উইন্ডোজ, আইফোন এবং অ্যানড্রয়েড ইউজাররা নয়া এই ব্রাউজারের সুবিধা পাবেন।
একনজরে ChatGPT Atlas?
Atlas-এর হোম পেজ অনেকটা চ্যাটজিপিটি-র ইন্টারফেসের মতোই। হোমপেজের একটা অংশে চ্যাট অপশন দেখাবে। সেখানে ইউজাররা যে কোনও প্রশ্নের উত্তর খুঁজতে পারবেন। শুধু তাই নয়, যে কোনও ওয়েবসাইটের URL দিয়ে প্রশ্ন করা যাবে। সংস্থার দাবি, এতে স্মার্ট সাইডবার অ্যাসিস্ট্যান্ট অপশন থাকবে। যেখানে যে কোনও কনটেন্ট, প্রোডাক্টের তুলনা কিংবা ডেটা বিশ্লেষণ করা যাবে। এখানেই শেষ নয়, ওপেন এআই (Open AI)-এ 'ব্রাউজার মেমারি' ফিচারও যুক্ত করা হয়েছে। নয়া এই ফিচার পুরনো সেশনকে মনে রাখতে সাহায্য করবে। তবে ব্রাউজারের নিয়ন্ত্রণ পুরোটাই ব্যবহারকারীদের হাতে থাকবে বলেই দাবি সংস্থার। শুধু তাই নয়, আছে আরও অনেক ফিচার।
বর্তমানে গুগল ক্রোমের ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩ বিলিয়ন। সময়ের সঙ্গে সঙ্গে বারবার নিজেদের আপডেট করছে গুগল। নিজস্ব এআই সিস্টেম জেমিনিও পৌঁছে গিয়েছে ব্যবহারকারীদের কাছে। সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ক্রোম বিক্রি করে দিতে হতে পারে গুগলকে। সেক্ষেত্রে ওপেনএআই নাকি ক্রোম অধিগ্রহণ করতে পারে।
