shono
Advertisement

রিলায়েন্স বাজারে আনল Lyf Flame 8 ও Wind 3

ফের বাজার দখল করতে তৈরি Reliance... The post রিলায়েন্স বাজারে আনল Lyf Flame 8 ও Wind 3 appeared first on Sangbad Pratidin.
Posted: 08:41 PM Aug 10, 2016Updated: 04:08 PM Jun 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিলায়েন্স বাজারে আনল দুটি এন্ট্রি লেভেল স্মার্টফোন৷ Lyf Flame 8 ও Wind 3, দুটি মডেলই ফোর-জি৷ দুটি মডেলই এক্সক্লুসিভ রিলিজ করেছে ফ্লিপকার্টে৷

Advertisement

লাইফ ফ্লেম ৮ মডেলের ডিসপ্লে ৪.৫ ইঞ্চির, ১.১ গিগাহার্ৎজ কোয়াড-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের সঙ্গে রয়েছে ১ জিবি র‍্যাম৷ রয়েছে ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়িয়ে নেওয়া যাবে৷

এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ফোর-জি এই ফোনের ফ্রন্ট ক্যামেরা ৫ এমপি-র৷ ২০০০ এমএএইচ ব্যাটারি সমৃদ্ধ এই ফোনের দাম ৪১৯৯ টাকা৷

এবার আসা যাক উইন্ড ৩ মডেলটি কথায়৷ ৬৯৯৯ টাকা দামের এই স্মার্টফোনের ডিসপ্লে ৫.৫ ইঞ্চির৷ ১.২  গিগাহার্ৎজ কোয়াড-কোর ৬৪ বিট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪১০ প্রসেসরের সঙ্গে রয়েছে ২ জিবি র‍্যাম৷ ইন্টারনাল স্টোরেজ ১৬ জিবির৷ ফ্ল্যাশ-সহ রিয়ার ক্যামেরা ৮ এমপি-র৷ ফোর-জি মডেলটির ব্যাটারি ২৯২০ এমএএইচ৷

The post রিলায়েন্স বাজারে আনল Lyf Flame 8 ও Wind 3 appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement