shono
Advertisement

Breaking News

চুলের স্বাস্থ্য ফেরানো নয়, হেনার এই উপকারিতাগুলি জানলে চমকে যাবেন

কতদিন অন্তর হেনা করা উচিত?
Posted: 05:26 PM Apr 30, 2023Updated: 05:26 PM Apr 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবেশ দূষণ, মানসিক চাপ সঙ্গে যত্নের অভাব। সব মিলিয়ে চুলের দফারফা। চিরুনি হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়ালেই মনখারাপ তন্বীর। সমস্যা থেকে বাঁচতে ভুরি ভুরি রাসায়নিক মিশ্রিত সামগ্রীর দিকে হাত বাড়ান অনেকেই। তার পরিবর্তে ব্যবহার করুন হেনা। চুলের স্বাস্থ্য ফেরানোই নয়। জানেন কী হেনার রয়েছে আরও নানা উপকারিতা। হেনা ব্যবহারের আগে চলুন জেনে নেওয়া যাক সেগুলি ঠিক কী।

Advertisement

  • চুলের ডগা ভাঙার সমস্যায় ভুগছেন? তবে অবশ্যই হেনা ব্যবহার করুন। হেনায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার চুলকে করে তোলে আরও শক্তিশালী। তার ফলে সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

[আরও পড়ুন: চড়চড় করে বাড়ছে দাম, তবু ভবিষ্যতের জন্য অল্প অল্প করে জমান সোনা, বলছেন বিশেষজ্ঞ]

  • শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করেন প্রায় সকলেই। তা সত্ত্বেও চুল রুক্ষ হয়ে যাওয়ার সমস্যা যেন পিছু ছাড়তে চায় না। আপনিও কী এই সমস্যায় ভুগছেন? তবে আপনার জন্য অব্যর্থ দাওয়াই হিসাবে কাজ করতে পারে হেনা। কারণ, হেনায় থাকা ট্যানিন এবং ভিটামিন ই আপনার চুলের রুক্ষতা দূর করে। চুলকে করে তোলে আরও নরম এবং উজ্জ্বল।

 

  • খুশকির সমস্যা থেকে রেহাই পেতে লেবু। নানা ধরনের রাসায়নিকযুক্ত শ্যাম্পু কিংবা তেল ব্যবহার করে আপনি ক্লান্ত? চিরকালের জন্য এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে হেনা।
  • আজ শ্যাম্পু করলেন তো কাল চুল তৈলাক্ত? এমন সমস্যা রয়েছে আপনার? তবে হেনা ব্যবহার করুন।


বিঃদ্রঃ-

  • প্রতি ৩-৪ সপ্তাহ অন্তর হেনা ব্যবহার করতে ভুলবেন না।
  • রাতভর হেনা চায়ের লিকারে ভিজিয়ে রাখুন।
  • মাথায় কমপক্ষে ২ ঘণ্টা লাগিয়ে রাখুন।
  • তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
  • ওইদিন ভুলেও শ্যাম্পু করবেন না। পরদিন শ্যাম্পু করুন।

[আরও পড়ুন: একঢাল চুল পেতে অনিয়ন অয়েলের জুড়ি মেলা ভার, জেনে নিন তেল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement