shono
Advertisement

সরল কুকুর! টুইটারে ফের ফিরে এল নীল রঙা পাখি

ব্যাপারটা কী?
Posted: 10:19 AM Apr 07, 2023Updated: 10:19 AM Apr 07, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝে পেরিয়েছে মাত্র কয়েকটাদিন। সরে গেল কুকুর! টুইটারে ফের ফিরে এল পুরনো সেই নীল রঙা পাখি। কিন্তু কেন ফের এই লোগো পরিবর্তন? কারও মতে স্রেফ এপ্রিল ফুল করতেই বদলানো হয়েছিল লোগো। কেউ আবার এর নেপথ্যে ডগিকয়েনের সঙ্গে আইনি ঝঞ্চাট রয়েছে বলেই দাবি করেছেন। তবে এলন মাস্কের মাথায় ঠিক কী ঘুরছে, তা সকলেরই অজানা।

Advertisement

ঘটনার সূত্রপাত গত সোমবার। সকালে টুইটার খুলে ইউজাররা দেখতে পান, হোমপেজ থেকে উড়ে গিয়েছে চিরপরিচিত নীল পাখিটি। তার জায়গায় দেখা যায় একটি কুকুরের ছবি। তবে নেট দুনিয়ায় বেশ জনপ্রিয় এই কুকুরটিও। ডগিকয়েন নামে একটি ক্রিপ্টোকারেন্সি সংস্থার লোগো হিসাবে ব্যবহার হয় এই কুকুরের ছবি। অজস্র মিমের মাধ্যমেও নেটিজেনদের কাছে বেশ পরিচিত টুইটারের নতুন লোগো। কিন্তু কেন পাখি সরিয়ে কুকুর আনা হয়েছিল, তা সেই সময় স্পষ্ট করা হয়নি টুইটারের তরফে।

[আরও পড়ুন: চ্যাটবটের প্রেমে পড়ে বিয়েই করে ফেললেন ব্যক্তি! হল ভারচুয়াল আংটি বদলও]

সেই ঘটনার কয়েকদিন পেরতে না পেরতেই ফের টুইটারে ফিরে এল নীল রঙা পাখি। শুক্রবার সকালে টুইটার খুলতেই দেখা যায় ফিরে এসেছে ১৭ বছরের পুরনো লোগো। কিন্তু কেন পুরনো লোগো বদলের সিদ্ধান্ত, কেন আবার তা ফিরিয়ে আনা হল, গোটাটাই এখনও ধোঁয়াশা।

[আরও পড়ুন: উড়ে গেল পাখি! ১৭ বছর পর টুইটারের লোগো পালটে দিলেন মাস্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement