shono
Advertisement
paraglides

পরীক্ষা শুরুর বাকি কয়েক মিনিট, রাস্তায় গাড়ির লম্বা লাইন, প্যারাগ্লাইড করে কলেজে পৌঁছলেন যুবক

সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।
Published By: Paramita PaulPosted: 05:25 PM Feb 16, 2025Updated: 05:29 PM Feb 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরীক্ষা শুরুর আগে বাকি আর মাত্র কয়েক মিনিট। অথচ গাড়ির সামনে লম্বা লাইন। সেই যানজটে আটকে পড়লে এবার আর পরীক্ষা দেওয়া হবে না। তাই গাড়ির ভিড় এড়িয়ে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর এক অনন্য রুট বেছে নিলেন মহারাষ্ট্রের যুবক। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।

Advertisement

মহারাষ্ট্রের কলেজ পড়ুয়া সামর্থ মহাগাডে। ওয়াউ তালুকার পাসারানি গ্রামের বাসিন্দা। পরীক্ষার আগের দিন ব্যক্তিগত কাজে পঞ্চগনি গিয়েছিলেন। সেখান থেকে সরাসরি পরীক্ষাকেন্দ্রে ঢোকার কথা ছিল তাঁর। কিন্তু সেখানেই বিপত্তি। রাস্তায় ব্যাপক যানজটের মধ্যে পড়েন তিনি। অগত্যা আকাশ পথ বেছে নেন পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর জন্য। প্যারা গ্লাইডিং করে পৌঁছলেন কলেজ। সোশাল মিডিয়া জুড়ে এখন চর্চা এই ভিডিওর। 

জানা গিয়েছে, পঞ্চগনির অ্যাডভেঞ্চার স্পোর্টসে দক্ষ গোবিন্দ ইয়াওয়ালে এবং তাঁর টিম জিপি অ্যাডভেঞ্চার সামর্থের প্যারা গ্লাইডিংয়ের সমস্ত ব্যবস্থা করে দেয়। কলেজের সামনে যাতে তিনি সুস্থভাবে অবতরণ করতে পারেন, তারও ব্যবস্থা করা দিয়েছিল। দেখা যায়, প্যারা গ্লাইডিংয়ের গিয়ার পরেই পরীক্ষাকেন্দ্রের ঢুকছে সামর্থ। 

সোশাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। কেউ কেউ প্রশংসা করছেন তো কেউ বলছেন নজর কাড়তেই এসব কাজ করেছেন ওই যুবক। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহারাষ্ট্রের কলেজ পড়ুয়া সামর্থ মহাগাডে। ওয়াউ তালুকার পাসারানি গ্রামের বাসিন্দা।
  • পরীক্ষার আগের দিন ব্যক্তিগত কাজে পঞ্চগনি গিয়েছিলেন।
  • সেখান থেকে সরাসরি পরীক্ষাকেন্দ্রে ঢোকার কথা ছিল তাঁর।
Advertisement