shono
Advertisement

Breaking News

প্রচারে নেই মাহিরা, রাজ ঠাকরেকে আশ্বাস শাহরুখের

'অ্যায় দিল হ্যায় মুশকিল' যে ঝামেলায় পড়েছিল 'রইস'কে আর তার মধ্যে পড়তে হচ্ছে না৷ The post প্রচারে নেই মাহিরা, রাজ ঠাকরেকে আশ্বাস শাহরুখের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:38 PM Dec 12, 2016Updated: 02:08 PM Dec 12, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক শিল্পীর গেরোয় ছবিমুক্তি যাতে না আটকায় সে কারণে আগেভাগেই নিজের কাজ সেরে রাখলেন কিং খান৷ মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরের সঙ্গে দেখা করে তিনি জানিয়ে দিলেন,  প্রচারে দেখা যাবে না ছবির নায়িকা পাক অভিনেত্রী মাহিরা খানকে৷

Advertisement

উরি হামলার পর থেকেই দেশে পাক শিল্পীদের কাজ করা নিয়ে আপত্তি জানিয়েছিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা৷ সেই ফতোয়ার জেরে বেশ বিপাকেই পড়েছিল করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’৷ নিজের ছবির ক্ষেত্রে সে পরিস্থিতির পুনরাবৃত্তি চান না শাহরুখ৷ আর তাই আগেভাগেই ঝামেলা মিটিয়ে নিলেন৷ সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার৷ তাতে দেখা গিয়েছে পাক অভিনেত্রী মাহিরা খানকে৷ গুজব ছড়াচ্ছিল, ছবির প্রচারেও দেখা যাবে পাক অভিনেত্রীকে৷ তাতে যে হিতে বিপরীত হত তা আঁচ করেই আগাম পদক্ষেপ নিলেন শাহরুখ৷ এমএনএস প্রধানের সঙ্গে দেখা করে তিনি আশ্বাস দিলেন যে, ছবির প্রচারে থাকবেন না মাহিরা৷ বলি বাদশার এই কাজে খুশি রাজ ঠাকরেও৷ ফলে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ যে ঝামেলায় পড়েছিল ‘রইস’কে আর তার মধ্যে পড়তে হচ্ছে না৷

The post প্রচারে নেই মাহিরা, রাজ ঠাকরেকে আশ্বাস শাহরুখের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement