সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইসলামিক সাম্রাজ্য প্রতিষ্ঠার নামে ক্রমশ সন্ত্রাস ও রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক জঙ্গিসংগঠন ইসলামিক স্টেট৷ শুরুতে ইরাক ও সিরিয়ায় জয়ের মুখ দেখলেও এবার আমেরিকার নেতৃত্বে আন্তর্জাতিক সৈন্যদলের প্রবল হামলায় কোনঠাসা আইএস৷ ইতিমধ্যে ভারতে জাল বিস্তার করছে ওই জঙ্গিগোষ্ঠী৷ লখনউয়ে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে সইফুল্লাহ নামের এক আইএস জঙ্গির৷
[আদালত চত্বরেই গুলি করে খুন করা হল কুখ্যাত গ্যাংস্টারকে]
এমনই পরিস্থিতিতে উঠে এসেছে এক ভয়ঙ্কর তথ্য৷ ইসলামিক স্টেট জঙ্গিদের জন্য ওষুধ যাচ্ছে ভারত থেকে৷ সম্প্রতি, ইতালির জেনোয়া বন্দরে পুলিশের হাতে ধরা পড়েছে ৭৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ওষুধ৷ ‘ট্রামাডল’ নামের পেন কিলারগুলি লিবিয়ায় আইএস জঙ্গিদের জন্য পাঠানো হচ্ছিল বলে জানিয়েছে ইতালীয় পুলিশ৷ এক চাঞ্চল্যকর দাবিতে তারা জানিয়েছে ওই ওষুধগুলির তৈরি করেছে একটি ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা৷
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ওই ওষুধের নির্মাতা ভারতীয় সংস্থাটি ২ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার মূল্যের ওষুধগুলি বিক্রি করে দুবাইয়ের এক ব্যবসায়ীকে৷ তারপর ওষুধে ঠাসা বাক্সগুলি ভারত থেকে জাহাজে শ্রীলঙ্কা পাঠানোর সময় হারিয়ে যায়৷ তারপরই ওই বাক্সগুলির দেখা মেলে ইতালির বন্দরে৷
[বধূহত্যার অভিযোগে জেল খাটছে স্বামী, প্রেমিকের সঙ্গে আলাদা সংসার স্ত্রীর]
ইরাক, লিবিয়া ও সিরিয়াতে ইসলামিক স্টেট জঙ্গিদের মধ্যে ‘ট্রামাডল’-এর প্রবল চাহিদা৷ ওই ওষুধ খেলে আঘাত পেলেও যন্ত্রণার অনুভূতি হয় না৷ আইএস ছাড়াও ওই ওষুধের ব্যবহার করে নাইজেরিয়ার জঙ্গিসংগঠন বকো হারাম৷ শিশু সৈনিকদের লড়াইয়ে পাঠানোর আগে ওই ওষুধ খাইয়ে তাদের অনুভূতিকে নষ্ট করে দেওয়া হয়৷ প্রসঙ্গত, গতবছর গ্রিসের একটি বন্দরে ট্রামাডল ভর্তি বাক্স বাজেয়াপ্ত করে পুলিশ৷ সেই ওষুধগুলিও লিবিয়ায় পাঠানো হচ্ছিল এবং ওই ওষুধগুলিও ভারতে তৈরি করা হয়েছিল৷ বলে দাবি করা হয়েছিল৷ এই চাঞ্চল্যকর খবরে নড়ে বসেছে নিরাপত্তামহল৷ ভারতে ক্রমশ জাল বিস্তার করার চেষ্টা করছে আইএস৷ জঙ্গি সইফুল্লাহকে আদর্শ বলে দাবি করে ‘হিন্দু রাষ্ট্র’ ভারতে রক্তগঙ্গা বিয়ে দেওয়ার হুমকি দিয়েছে জঙ্গিসংগঠনটি৷
[গাড়ি চালিয়ে সনিকাকে নিয়ে রাজডাঙায় কেন গিয়েছিলেন বিক্রম?]
The post আইএস-এর যন্ত্রণা নিবারণে ওষুধ যাচ্ছে ভারত থেকে! appeared first on Sangbad Pratidin.