shono
Advertisement

Breaking News

ফের গণছাঁটাইয়ের পথে Meta, চাকরি হারাবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম কর্মীরা

গত নভেম্বরে মেটার ১১ হাজার কর্মী চাকরি হারিয়েছিলেন।
Posted: 02:19 PM Apr 19, 2023Updated: 02:19 PM Apr 19, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে এক মাঘে শীত যায় না। ঠিক তেমনই একবার কর্মীছাঁটাই করেই ক্ষান্ত হল না মেটা। শোনা যাচ্ছে, ফের চাকরি খোয়াতে চলেছে বিপুল পরিমাণ কর্মী।

Advertisement

গত নভেম্বরে মেটার ১১ হাজার কর্মী চাকরি হারান। চলতি বছর মার্চেই মার্ক জুকারবার্গের সংস্থা জানিয়েছিল, খরচ কমাতে দফায় দফায় কর্মীছাঁটাই করা হবে। এবার শোনা যাচ্ছে, মে মাসের মধ্যে আরও ১০ হাজার পদ খালি হতে চলেছে। প্রভাব পড়বে ফেসবুক (Facebook), হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং রিয়ালিটি ল্যাবের উপর। প্রযুক্তিকে হাতিয়ার করেই কাজে দক্ষতা আনার চেষ্টা করছে সংস্থা।

[আরও পড়ুন: ‘শাহ-শিণ্ডেরা রোদে বসলে ১০ লক্ষ টাকা দেব’, গরমে ১৩ জনের মৃত্যুতে কটাক্ষ AIMIM সাংসদের]

শুধু কর্মী ছাঁটাই-ই নয়, বছরের প্রথম কোয়ার্টারে যে নিয়োগের কথা জানানো হয়েছিল, তাও স্থগিত করে দেওয়া হয়। আসলে বিশ্বজুড়ে মন্দার পরিস্থিতির কথা ভেবেই এহেন সিদ্ধান্ত নেয় এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট। জানানো হয়, প্রযুক্তি বিভাগ থেকে ইঞ্জিনিয়ার, বিজনেস থেকে প্রশাসনিক, সব বিভাগেই ছাঁটাই হবে। ইতিমধ্যেই সংস্থার বিভিন্ন বিভাগের ম্যানেজারদের কাছে বিজ্ঞপ্তি পৌঁছে দেওয়া হয়েছে। সেখানে তাঁদের জানানো হয়, নতুন করে টিম তৈরি করে কাজ হবে। বদলে যেতে পারে ম্যানেজারও। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে কোম্পানির তরফে কোনও মন্তব্য করা হয়নি। তবে কর্মীছাঁটাই নিয়ে মার্চ মাসে করা জুকারবার্গের পোস্টটি আরও একবার মনে করিয়ে দিয়েছেন মুখপাত্র।

মেটা নয়, গত বছরের শেষ দিক থেকে বিভিন্ন টেক কোম্পানিতে গণছাঁটাই শুরু হয়েছে। টুইটার, মাইক্রোসফট, আমাজনের মতো নানা বহুজাতিক সংস্থা খরচ কমাতে কর্মী সংখ্যা কমানোর পথেই হেঁটেছে।

[আরও পড়ুন: আইপিএলে ফের গড়াপেটার ছায়া! মহম্মদ সিরাজকে প্রস্তাব জুয়াড়ির, জানাল BCCI]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement