shono
Advertisement

Breaking News

২৭ বছর পর ভারতে আয়োজিত হবে মিস ওয়ার্ল্ড, সেরা সুন্দরীর লড়াইয়ে ১৩০টি দেশ

কবে হবে এই অনুষ্ঠান?
Posted: 05:49 PM Jun 09, 2023Updated: 09:01 PM Jun 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় তিন দশক পর ভারতে আয়োজিত হচ্ছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা (Miss World 2023)। ঘোষণা করলেন মিস ওয়ার্ল্ড সংগঠনের সিইও জুলিয়া মোরলে। নভেম্বরেই এই অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে। আর সেখান থেকেই ঐশ্বর্য রাই, প্রিয়াঙ্কা চোপড়া, যুক্তা মুখী, মানুষি ছিল্লারদের উত্তরসূরি বেছে নেওয়া হবে। 

Advertisement

এর আগে ১৯৯৬ সালের ২৩ নভেম্বর ভারতে আয়োজিত হয়েছিল মিস ওয়ার্ল্ড। সেবারে ৮৮ জন প্রতিযোগীকে হারিয়ে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সেরার মুকুট পরেছিলেন গ্রীসের সুন্দরী ইরেন স্ক্লিভা। ভারতীয় সুন্দরী রানি জয়রাজের বিজয় রথ থেমেছিল পঞ্চম স্থানে।

[আরও পড়ুন: উদয়পুরের এই প্রাসাদেই বিয়ে করছেন রাঘব-পরিণীতি, খরচ শুনলে চক্ষু চড়কগাছ হবে!]

শোনা যাচ্ছে, এবারেও নভেম্বর মাসেই ৭১তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতা হবে। তারিখ ও স্থান ক’দিন পরই জানা যাবে। এবার প্রতিযোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৩০। অর্থাৎ একশোরও বেশি দেশ থেকে সুন্দরী আসবেন ভারতে। সেরার লড়াইয়ে যোগ দেবেন প্রত্যেকে। গতবার বিশ্বসুন্দরী হয়েছেন পোল্যান্ডের কারোলিনা বিয়েলস্কা। তিনিও এখন ভারতে রয়েছেন। প্রতিযোগিতার গুরুত্ব বিভিন্ন জায়গায় বোঝাচ্ছেন।

জানা গিয়েছে, প্রায় এক মাস ধরে এই প্রতিযোগিতার প্রস্তুতি চলবে। তাতে প্রতিযোগীরা বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত হবেন। নিজেদের প্রতিভার পরিচয় দেবেন। সমাজসেবামূলক কাজও করবেন। সমস্ত দিক খতিয়ে দেখে সেরা সুন্দরী বেছে নেওয়া হবে। তা ভারতীয় কোনও সুন্দরী হবেন কী? প্রশ্নের উত্তর নভেম্বর মাসেই জানা যাবে।

[আরও পড়ুন: নিম্নাঙ্গে নামমাত্র কাপড়, উন্মুক্ত বক্ষবিভাজিকা, পুরনো ছবিতেই নেটদুনিয়ায় ঝড় জিনাত আমানের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement