সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) নামটা উচ্চারিত হলে সবার মনে পড়ে ‘হেলিকপ্টার’ শট।
ক্রিকেটপাগলদের স্মৃতিতে টাটকা, ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে নুয়ান কুলশেখরকে ছক্কা মেরে বিশ্বকাপ ঘরে তোলা।
সেই মহেন্দ্র সিং ধোনি দিনকয়েক আগেই চেন্নাইয়ে পা রেখেছেন। এগিয়ে আসছে আইপিএল। তার জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছে সিএসকে। দিন দুয়েক আগে সিএসকে-র অনুশীলনে দেখা গিয়েছিল, ধোনি পেল্লাই সব ছক্কা হাঁকাচ্ছেন। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা গেল অন্য ছবি। সেখানে দেখা যাচ্ছে ধোনি অফ স্পিন বোলিং করছেন নেটে।
[আরও পড়ুন: দুই সারাই অতীত, এবার নতুন এক অভিনেত্রীর প্রেমে পড়লেন শুভমন! জানেন কে?]
উইকেটের পিছনে দাঁড়িয়ে ধুরন্ধর ক্রিকেট বুদ্ধির পরিচয় দেন এমএস ধোনি। আর ব্যাট হাতে নামলে খেলা দীর্ঘায়িত করেন। শেষ ওভার পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে গিয়ে দলকে জেতান। সেই কারণেই ধোনির আরেক নাম ফিনিশার।
২০০৯ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে ২ ওভার হাত ঘুরিয়ে একটি উইকেট নিয়েছিলেন ধোনি। ট্র্যাভিস ডাওলিনকে বোল্ড করেছিলেন ভারতের উইকেট কিপার। পরে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে জুটি ভাঙার জন্য বল করেছিলেন ধোনি। সেই সময়ে তাঁর বোলিং নিয়ে প্রবল সমালোচনা হয়েছিল। গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচের আগের দিন শচীন তেণ্ডুলকরকে নেটে বল করেছিলেন ধোনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে-তে ডাবল সেঞ্চুরি করেছিলেন শচীন।
উল্লেখ্য, আইপিএলের দুন্দুভি বেজে গিয়েছে। ৩১ মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল (IPL)। তার আগে ধোনির আগমন চেন্নাইয়ে উৎসবের রেশ এনে দিল। ধোনি যে চেন্নাইয়ে আসছেন এ খবর অনেক আগেই পেয়েছিলেন ভক্তরা। সেই কারণে বিমানবন্দরে নামার প্রায় ঘণ্টা দুই আগে থেকে ভক্তরা এসে হাজির হয়েছিলেন। ঢাক ঢোল বাজছিল। ফুল ছোঁড়া হচ্ছিল ধোনির দিকে। ধোনি কিন্তু মাঠের মতোই শান্ত। ধীর স্থির মহেন্দ্র সিং ধোনি এগিয়ে গেলেন সামনের দিকে। সোশ্যাল মিডিয়ায় লেখা হল, ”থালা ধোনি ইজ ব্যাক হোম।”