স্টাফ রিপোর্টার: অরিজিৎ সিংয়ের গান। বলিউডি তারকাদের গ্ল্যামারাস পারফরম্যান্স। মিনিট পঁয়তাল্লিশের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। আইপিএলের (IPL 2023) বোধন। তবে এসবের চেয়ে ভারতীয় ক্রিকেট মহলে সবচেয়ে বেশি চর্চা যাঁকে নিয়ে হচ্ছে-তিনি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। বছর চারেক আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। আইপিএল (IPL) অবশ্য চালিয়ে যাচ্ছেন। তবে এটাই শেষ আইপিএল হতে পারে ধোনির। তাই ভারতের প্রাক্তন অধিনায়ককে নিয়ে যে আবেগের স্রোত বয়ে যাবে সেটাই স্বাভাবিক।
কিন্তু শুক্রবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নামার আগে ধোনিকে ঘিরে একইভাবে টেনশনের একটা আবহ তৈরি হয়ে গিয়েছে। আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাই (Chennai Super Kings) অধিনায়ক অনিশ্চিত হয়ে পড়েছেন। হাঁটুর চোট যে ধোনিকে ভালরকম ভোগাচ্ছে, সেটা আগের দিনই সংবাদ প্রতিদিন-এ প্রকাশিত হয়েছিল। এটা বলা হয়েছিল ধোনি খেললেও উইকেটকিপিং করতে পারবেন কি না, তা নিয়েও সংশয় রয়েছে। ঠিকঠাকভাবে হাঁটতে পারছেন না। ইঞ্জেকশন নিয়ে খেলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ধোনি। তাতেও প্রথম ম্যাচে খেলা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন পড়ে গেল।
[আরও পড়ুন: ‘অবিলম্বে রাশিয়া ছাড়ুন’, মার্কিন নাগরিকদের নির্দেশ আমেরিকার, কিন্তু কেন?]
এদিন আমেদাবাদে ক্যাপ্টেন্স মিট ছিল। ন’টা টিমের ক্যাপ্টেনের সঙ্গে ধোনিও সেখানে ছিলেন। কিন্তু চেন্নাইয়ের প্র্যাকটিস সেশনে ধোনিকে একবারের জন্যও নেটে ব্যাট করতে দেখা যায়নি। বেশিরভাগ সময়টাই ধোনি ছিলেন গুজরাট টাইটান্সের মেন্টর গ্যারি কার্স্টেনের সঙ্গে। একটা সময় ভারতীয় দলের কোচ ছিলেন গ্যারি। ধোনির নেতৃত্ব আর কার্স্টেনের কোচিংয়েও ভারত আঠাশ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জিতেছিল। এদিন প্রাক্তন কোচের সঙ্গে দীর্ঘক্ষণ আড্ডা চলল। কিন্তু ধোনি নেটে ব্যাট না করার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে চাইছে চেন্নাই টিম ম্যানেজমেন্ট। যদি দেখা যায় ধোনির মারাত্মক সমস্যা হচ্ছে না, তাহলে তিনি খেলবেন। খুব অসুবিধে হলে তিনি নামবেন না। এখন প্রশ্ন হচ্ছে, ধোনি যদি শেষমেশ খেলতে না পারেন, তাহলে প্রথম ম্যাচে ক্যাপ্টেন্সি কে করবেন? বেন স্টোকস রয়েছেন ঠিকই। কিন্তু তাতেও জোর দিয়ে বলা যাচ্ছে না স্টোকস প্রথম ম্যাচে খেলবেন। কারণ, তাঁরও হালকা চোট রয়েছে। সেক্ষেত্রে রবীন্দ্র জাদেজা কিংবা ঋতুরাজ গায়কোয়াড়ের মধ্যে কেউ একটা ক্যাপ্টেন হবেন।
অন্যদিকে, বিরাট কোহলি ও রোহিত শর্মার নজির থেকে মাত্র ২২ রান দূরে দাঁড়িয়ে রয়েছেন মাহি। আইপিএলের (IPL 16) ইতিহাসে মাত্র ছয়জন ব্যাটার ৫ হাজারের বেশি রান করেছেন। সেই তালিকায় রয়েছেন বিরাট-রোহিতরা। মাত্র ২২ রান করলে ৫ হাজারের ক্লাবে ঢুকে পড়বেন ধোনিও।