সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক বিধ্বংসী টর্নেডো (Tornado) আছড়ে পড়ল আলাবামায়। আমেরিকার (US) দক্ষিণাঞ্চলের এই প্রদেশে রীতিমতো তাণ্ডব চালাল ভয়াবহ ঘূর্ণিঝড়। ঝড়ের প্রকোপে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত বহু। আকাশে হাতির শূঁড়ের মতো কালো মেঘ এসে তছনছ করে দিয়েছে ঘরবাড়ি, গাছপালা। যার ফলে হাজার হাজার মানুষ বিদ্যুৎ সংযোগহীন। কার্যত বিধ্বস্ত জনজীবন।
মৃতরা সকলেই আলাবামার পূর্ব প্রান্তে কলহন কাউন্টির বাসিন্দা। মৃতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। সেখানে আছড়ে পড়েছিল অন্যতম শক্তিশালী টর্নেডো। পরে সেটি জর্জিয়ার দিকে চলে যায়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঝড়ের তাণ্ডবের নানা ছবি। দেখা যাচ্ছে, ওহাটচি অঞ্চলের কাছে বিভিন্ন বাড়ি কার্যত পাঁপড়ভাজার মতো গুঁড়িয়ে দিয়েছে টর্নেডো। কোথাও বা উড়িয়ে নিয়ে গিয়েছে ঘরের ছাদ। সব মিলিয়ে পরিস্থিতিত অত্যন্ত ভয়াবহ।
[আরও পড়ুন: যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে জাপানের কাছে সমুদ্রে আছড়ে পড়ল দু’টি মিসাইল]
চোখের সামনে দেখা প্রবল ঝড়ের হিম আতঙ্ক ফুটে উঠছে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়। একজন জানাচ্ছেন, ”প্রচণ্ড ভয় পেয়ে কাঁদছিলাম। বুক ধড়ফড় করছিল। চারপাশ লণ্ডভণ্ড হয়ে যাচ্ছিল। এত জোরে বৃষ্টি পড়ছিল কিচ্ছু দেখা যাচ্ছিল না। চারপাশে ঘন অন্ধকার নেমে এসেছিল। শেষ পর্যন্ত এই ঢের।” সব মিলিয়ে অন্তত আটটি টর্নেডো বৃহস্পতিবার আছড়ে পড়েছিল বলে জানা গিয়েছে। যার মধ্যে দু’টি ছিল দীর্ঘস্থায়ী। প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে বলে জানা গিয়েছে। বিশেষ করে শেলবির মতো বেশ কিছু কাউন্টি প্রায় ধূলিসাৎ হয়ে গিয়েছে ঝড়ের দাপটে। ইতিমধ্যেই আলবামার গভর্নর ‘এমার্জেন্সি’ ঘোষণা করেছেন। এদিকে আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেনের শুক্রবারই আলাবামায় আসার কথা ছিল। ঝড়ের পরে তিনি তাঁর সফর স্থগিত রেখেছেন।