shono
Advertisement

বিহারে সাংবাদিক খুনে সিবিআই তদন্ত চাইলেন নীতীশ কুমার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিহত সাংবাদিক রাজদেও রঞ্জনের খুনের মামলায় আর রাজ্যের তদন্তকারীদের উপর আস্থা রাখতে পারলেন না বিহারের করিৎকর্মা মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ রবিবারই সিবিআই তদন্ত চেয়েছিলেন নিহত সাংবাদিকের পরিবার৷ সেই দাবি মেনে নিলেন নীতীশ কুমারও৷ সোমবার এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন তিনি৷ বৈঠকে নীতীশ বলেন, ‘বিহারে আইনের শাসন আছে৷ আইনের শাসনই থাকবে৷ সিওয়ানে […]
Posted: 10:06 PM May 16, 2016Updated: 07:19 PM May 16, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিহত সাংবাদিক রাজদেও রঞ্জনের খুনের মামলায় আর রাজ্যের তদন্তকারীদের উপর আস্থা রাখতে পারলেন না বিহারের করিৎকর্মা মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ রবিবারই সিবিআই তদন্ত চেয়েছিলেন নিহত সাংবাদিকের পরিবার৷ সেই দাবি মেনে নিলেন নীতীশ কুমারও৷ সোমবার এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন তিনি৷

Advertisement

বৈঠকে নীতীশ বলেন, ‘বিহারে আইনের শাসন আছে৷ আইনের শাসনই থাকবে৷ সিওয়ানে সাংবাদিক খুনের ঘটনায় আমি ব্যথিত৷ কোন সাংবাদিকের উপর আঘাত মানে আমার উপর আঘাত৷ আমার কোনও সংস্কার নেই, যদি মনে করেন আমার মুখ্যমন্ত্রীত্বে কোন গলদ আছে৷ এগিয়ে এসে বলুন কোথায় আমার গাফিলতি৷ নিহত সাংবাদিকের পরিবার সিবিআই তদন্ত চেয়েছে৷ তাদের দাবি মতো শীঘ্রই আমরাও কেন্দ্রের কাছে সিবিআই তদন্ত চাইব৷ এটুকু আশ্বাস দিতে পারি দোষীদের কোন মতেই ছাড়া হবে না৷’

গত শুক্রবার সিওয়ানের একটি ফলের দোকানের সামনে গুলি করে নৃশংস ভাবে খুন করা হয় হিন্দুস্তান নামে এক সংবাদপত্রের জেলা ব্যুরো চিফ রাজদেও রঞ্জনকে৷ নিহত সাংবাদিকের স্ত্রী আশাদেবী বলেন, ‘আমার স্বামীর কোনও শত্রু ছিল না৷ তাই তাঁর মৃত্যুর পিছনে নিঃসন্দেহে রাজনৈতিক কারণ আছে৷ দোষীদের ফাঁসি চাই৷’ ছেলের খুনের মামলায় রাজ্যের পুলিশের উপর আস্থা রাখতে পারছেন না নিহত সাংবাদিকের বাবা রাধা চৌধুরী৷ তাঁর একমাত্র ভরসা কেন্দ্রীয় তদন্তকারীদের উপরেই৷

সিওয়ানের পুলিশ সুপার সৌরভ কুমার শাহ জানিয়েছেন, ‘এই খুনের পিছনে কোন পেশাদার দুষ্কৃতী দল আছে৷ ঘটনায় হাত আছে অন্তত সাত জনের৷ ঘটনার দিন রাজদেও রঞ্জনের জন্য বাজারে মোটর সাইকেল নিয়ে অপেক্ষা করতে দেখা যায় দু’জনকে৷’ বর্তমানে সিওয়ান জেলে বন্দি থাকা আরজেডি নেতা মহম্মদ শাহবুদ্দিনের বিরুদ্ধে লাগাতার লেখেন নিহত সাংবাদিক রাজদেও রঞ্জন৷ পুলিশের সন্দেহ, তাতেই বাহুবলী নেতার বিরাগভজন হন ওই সাংবাদিক৷ এই ঘটনায় জড়িত সন্দেহে শাহবুদ্দিনের দলের দু’জনকে ধরেছে পুলিশ৷

এখন দেখার কেন্দ্রের গোয়েন্দারা নিহত সাংবাদিককে সুবিচার দিতে পারেন কিনা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার