shono
Advertisement

Breaking News

এবার আপনার বাড়ির ভাড়া মেটাবে মোদি সরকার

কেমন করে জানেন? The post এবার আপনার বাড়ির ভাড়া মেটাবে মোদি সরকার appeared first on Sangbad Pratidin.
Posted: 11:57 AM Mar 09, 2017Updated: 06:27 AM Mar 09, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার আপনার বাড়ির ভাড়া মেটাবে নরেন্দ্র মোদি সরকার৷ যদি আপনি দ্রারিদ্রসীমার নিচের অর্থাৎ বিপিএল তালিকাভুক্ত হন৷ খুব শিগগিরিই এই প্রকল্প চালু করার কথা ভাবছে সরকার৷ আপাতত দেশের ১০০টি স্মার্ট সিটিতে এই প্রকল্প বাস্তবায়িত করার ভাবনাচিন্তা করা হচ্ছে৷ এর জন্য প্রায় ২,৭০০ কোটি টাকা বরাদ্দ করার সিদ্ধান্ত কেন্দ্রের৷

Advertisement

হিন্দুদের ভক্তিগীতি গেয়ে হেনস্তার শিকার মুসলিম তরুণী

জানা গিয়েছে, গত তিন বছর ধরে এই প্রকল্পের উপরে কাজ করে চলেছে সরকার৷ পরীক্ষামূলক ভাবেই প্রথম পদক্ষেপ হিসেবে স্মার্টসিটিগুলিতে এর প্রয়োগ করার কথা ভাবা হচ্ছে৷ এর জন্য ২৭১৩ কোটি টাকা খরচ হতে পারে বলে জানা গিয়েছে৷ এই প্রকল্পে শহর এলাকার বিপিএল তালিকাভুক্ত ভাড়াটেদের সরকারের তরফ থেকে রেন্ট ভাউচার দেওয়া হবে৷ ভাড়াটেরা বাড়ির মালিককে টাকার বদলে এই ভাউচারগুলি দেবেন যা তাঁরা নাগরিক সেবা কেন্দ্রগুলিতে ভাঙিয়ে নিতে পারবেন৷ ভাউচারের অর্থমূল্যের পরিমাণ ঠিক করা হবে ঘরের মান, আয়তন ও পারিপার্শ্বিক এলাকার উপর৷

সেনা-পুলিশ যৌথ অভিযানে কাশ্মীরে খতম শীর্ষ লস্কর জঙ্গি

২০১১ সালের জনগণনা অনুযায়ী দেশের ২৭.৫ শতাংশ মানুষ শহরে ভাড়া বাড়িতে বসবাস করেন৷ কেউ আসেন রোজগারের আশায়, কেউ পড়াশোনার জন্য, কেউবা একটু ভালভাবে থাকার খাতিরে৷ অনেকেরই সাধ্য থাকে না ভাড়ার পয়সা জোটানোর৷ তাঁরাই এই প্রকল্পের দ্বারা উপকৃত হবে বলে মনে করছেন অনেকে৷ নয়া এই ভাউচার স্কিমকে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের আওতায় আনার কথাও ভাবনাচিন্তা করছে সরকার৷

নজিরবিহীন গণবিবাহ, সাত পাকে বাঁধা পড়লেন ১০৪ জন প্রতিবন্ধী যুগল

The post এবার আপনার বাড়ির ভাড়া মেটাবে মোদি সরকার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement