shono
Advertisement

ওয়েব সিরিজকে অনুকরণ! বন্ধুদের মধ্যে রোয়াব জমাতে আগ্নেয়াস্ত্র কিনল চোদ্দর নাবালক

উত্তরপ্রদেশের এক ডিলারের থেকে বন্দুক কেনে নাবালক।
Posted: 08:43 PM Aug 20, 2022Updated: 11:21 PM Aug 20, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক বন্দুকবাজের হামলার ঘটনায় আগ্নেয়াস্ত্র আইন নিয়ে চিন্তায় পড়েছে আমেরিকা (America)। অধিকাংশ ক্ষেত্রেই এইসব বন্দুকবাজরা কম বয়সি। ভারতে অবশ্য সেই সমস্যা নেই। কিন্তু যুগ বদলে এদেশের নাবালকদের চরিত্রও বদলাচ্ছে। সঙ্গে রিভলভার রাখার অভিযোগে গুজরাটের (Gujarat) ১৪ বছরের নাবালককে গ্রেপ্তার করল পুলিশ। টিভি ও ওটিটি প্লাটফর্মে অপরাধের কাহিনির সিরিয়াল ও সিরিজ (Crime Thriller) দেখেই নাকি সঙ্গে রিভলভার রাখার ইচ্ছে হয়েছিল ওই নাবালকের।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুরাট (Surat) শহরের পান্ডেসারা এলাকার বাসিন্দা ১৪ বছরের ওই নাবালকের নাম প্রথম। টিভি ও ওটিটি প্লাটফর্মে অপরাধের কাহিনির সিরিয়াল ও সিরিজ দেখায় আসক্ত ছিল সে। একটি সিরিজের হিরোর সঙ্গে থাকা বন্দুক দেখে তারও সঙ্গে বন্দুক রাখার ইচ্ছে জাগে। মাঝে পরিবারের সঙ্গে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) গিয়ছিল নাবালক। সেই সময় বন্দুক কেনার পরিকল্পনা করে। এবং ৬ হাজার টাকার বিনিময়ে রাজা নামের এক আগ্নেয়াস্ত্রের ডিলারের থেকে একটি রিভলভার কিনে ফেলে।

[আরও পড়ুন: মহিলার ক্ষতস্থানে কনডোমের প্যাকেট দিয়েই ব্যান্ডেজ! আজব কাণ্ড মধ্যপ্রদেশের স্বাস্থ্যকেন্দ্রে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এরপর গুজরাটে নিজের এলাকায় ফিরে বন্দুক দেখিয়ে বন্ধু ও প্রতিবেশীদের মধ্যে রোয়াব জমানোর চেষ্টা করে প্রথম। অনেককে সে রিভলভার তাক করে ভয় দেখায় বলেও অভিযোগ উঠেছে। এরপরই প্রথমকে অস্ত্র আইনে গ্রেপ্তার করে পুলিশ। জুভেনাইল জাস্টিস বোর্ড আপাতত নাবালককে হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে।

[আরও পড়ুন: ‘গাড়ি কিনবেন না, কাউকে পা ছুঁতে দেবেন না’, দলের ভাবমূর্তি শোধরাতে একগুচ্ছ নির্দেশ তেজস্বীর়

এদিকে গোটা ঘটনায় চিন্তায় পড়েছে পুলিশ। তদন্তে নেমে জানার চেষ্টা করা হচ্ছে, কীভাবে ১৪ বছরের এক বালক অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করল। এই বিষয়ে উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করছে গুজরাট পুলিশের তদন্তকারী আধিকারিকরা। এইসঙ্গে ক্রাইম সিরিয়াল ও সিরিজে আসক্ত হওয়ার বিষয়টিও ভাবাচ্ছে পুলিশকে। জানা গিয়েছে, প্রয়োজনে মতো কাউন্সিলিং করা হতে পারে অভিযুক্ত নাবালককে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার