সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কত কুকীর্তির নজির গড়বে বাংলাদেশ, তা বোঝার সাধ্য নেই কারও। সম্প্রতি কয়েকদিনের মধ্যে গোটা দেশের ঘটনাবলি নিয়ে আলোচনা করতে গেলে বিবমিষা হওয়া অস্বাভাবিক নয়। ধর্মোন্মাদ-খামখেয়ালি জনতার আরও এক কীর্তি সামনে আনল বাংলাদেশের পুলিশ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র, হাসিনা বিরোধী তরুণ নেতা ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর পর জনতার রোষ আছড়ে পড়ে বাংলাদেশের সংবাদপত্র কার্যালয়ের উপর। অবাধ লুটপাট, অগ্নিসংযোগের ঘটনায় কার্যত নরকে পরিণত হয় প্রথম আলো, ডেলি স্টারের কার্যালয়। আর সেই লুটের টাকায় টিভি-ফ্রিজ কিনল হামলাকারীরা! সোমবার সাংবাদিক সম্মেলনে এমনই তথ্য সামনে আনল বাংলাদেশ পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ওই টেলিভিশন সেট ও ফ্রিজটি।
গত ১৮ ডিসেম্বর রাতে ওসমান হাদির মৃত্যু সংবাদ এসে পৌঁছতেই রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ শুরু হয়। রাজনৈতিক দলমত নির্বিশেষে প্রথম জনতার ক্ষোভ আছড়ে পড়ে সংবাদপত্র অফিসের উপর। ঢাকায় জ্বালিয়ে দেওয়া হয় সে দেশের পয়লা নম্বর প্রথম আলোর কার্যালয়, চলে হামলা, লুটপাট। আরেক সংবাদপত্র ডেলি স্টারের অফিসেও হামলা চালানো হয়। এই ঘটনায় তদন্ত শুরু করে ঢাকা পুলিশ। দুই কার্যালয় মিলিয়ে মোট ৩২ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় জানানো হয়। অভিযান চালিয়ে সোমবার সকাল পর্যন্ত অন্তত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে ঢাকা মহানগর পুলিশ।
সংবাদপত্র অফিসে অগ্নিসংযোগ উন্মত্ত জনতার। বৃহস্পতিবার রাতে, ঢাকায়।
পুলিশ সাংবাদিক বৈঠক করে জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন হামলার রাতে বড় অঙ্কের নগদ অর্থ লুট করে। পুলিশি জেরার মুখে তা স্বীকার করেছে ওই ব্যক্তি। তার থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ধৃত জানিয়েছে, লুটের বাকি অর্থ দিয়ে সে টিভি ও ফ্রিজ কিনেছে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে সেসব বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে ভেঙেচুরে বিলাসিতায় মজেছে বাংলাদেশের আমজনতা। এর আগে ২০২৪ সালে হাসিনা জমানা উৎখাতের সময়েও এমন লুটের ছবি দেখেছিল বাংলাদেশ। হাসিনার তৎকালীন বাসভবন গণভবনে লুটপাট চালিয়ে মুরগি থেকে জামাকাপড় - সব চুরি করে উল্লাস দেখিয়েছিল জনতা। ২০২৫ সালের শেষ ফের সেই ছবিই ফিরল।
