shono
Advertisement
Digha Jagannath Temple

বিস্কুট-কাজু-কিসমিসে তৈরি দিঘার জগন্নাথ মন্দির! চমক দিলেন দুর্গাপুরের শিল্পীরা

কাজ শেষ করতে সময় লেগেছে দশদিন।
Published By: Paramita PaulPosted: 07:40 PM Apr 30, 2025Updated: 07:41 PM Apr 30, 2025

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ড্রাই ফ্রুট দিয়ে জগন্নাথ ধাম! বিস্কুট, কাজু, কিসমিস দিয়ে তৈরি হল দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের রেপ্লিকা। এই অভাবনীয় কীর্তি করে দেখালেন দুর্গাপুরের শিল্পী ছোটন ঘোষ ও তাঁর সহকর্মীরা। মুখ্যমন্ত্রীও এই প্রতিকৃতি দেখলে আনন্দিত হবেন বলে জানান শিল্পী।

Advertisement

 

বিস্কুট-কাজু-কিসমিসে তৈরি দিঘার জগন্নাথ মন্দির। ছবি: উদয়ন গুহরায়

 

বুধবার অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় উদ্বোধন হল নবনির্মিত জগন্নাথ মন্দিরের। উদ্বোধন করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই মন্দির সাধারণ মানুষের জন্যে খুলে দেওয়া হয়। এই আবহে অন্ডালের দুবচুরিয়ার বাসিন্দা শিল্পী ছোটন ঘোষ, গোপীনাথ ধীবর ও তাঁদের সহ শিল্পীরা বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করেছেন নবনির্মিত মন্দিরের প্রতিকৃতি। ৩ ফুট প্রস্থ এবং ৪ ফুট দৈর্ঘ্যের মন্দিরের প্রতিকৃতিটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে কাজু, কিসমিস, পাঁপড়, বিস্কুট, লেস, কুড়কুড়ের মত খাবারের উপকরণ। কাজ শেষ করতে সময় লেগেছে দশদিন।

 

বিস্কুট-কাজু-কিসমিসে তৈরি দিঘার জগন্নাথ মন্দির। ছবি: উদয়ন গুহরায়

 

এটাই প্রথম নয়, এর আগে ছোটন ঘোষ, গোপীনাথ ধীবররা একসঙ্গে ১০ জন চড়ার মতো ব্যাটারিচালিত সাইকেল, চন্দ্রযান ৩, চন্দ্রযান 'রোবালা', দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ এড়াতে ম্যাগনাইটিক ডিভাইস তৈরি করে তাক লাগিয়েছে। সাম্প্রতিক কালে তাঁরা তৈরি করেছেন যাত্রী বহনকারী ড্রোন। শিল্পী ছোটন ঘোষ বলেন,"দিঘার জগন্নাথ দেবের মন্দিরের প্রতিকৃতি যাঁরাই দেখছেন তাঁরাই শৈলীর প্রশংসা করছেন। তবে মুখ্যমন্ত্রী আমার এই প্রতিকৃতিটি দেখলে আমাদের পরিশ্রম সার্থক হবে।" ছোটনের এই শিল্প দেখতে বহু দূর থেকে মানুষ ভিড় জমাচ্ছেন ওঁর দুবচুড়ুরিয়ার বাড়িতে।

 

বিস্কুট-কাজু-কিসমিসে তৈরি দিঘার জগন্নাথ মন্দির। ছবি: উদয়ন গুহরায়

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিস্কুট, কাজু, কিসমিস দিয়ে তৈরি হল দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের রেপ্লিকা।
  • এই অভাবনীয় কীর্তি করে দেখালেন দুর্গাপুরের শিল্পী ছোটন ঘোষ ও তাঁর সহকর্মীরা।
  • মুখ্যমন্ত্রীও এই প্রতিকৃতি দেখলে আনন্দিত হবেন বলে জানান শিল্পী।
Advertisement