shono
Advertisement

শরীরের বাইরে হৃদপিণ্ড নিয়ে ভূমিষ্ঠ শিশু, তাজ্জব চিকিৎসকরাও

প্রতি দশ লক্ষ শিশুজন্মে মোটে আটজনের ক্ষেত্রে এই বিরল ঘটনা দেখা যায়৷ The post শরীরের বাইরে হৃদপিণ্ড নিয়ে ভূমিষ্ঠ শিশু, তাজ্জব চিকিৎসকরাও appeared first on Sangbad Pratidin.
Posted: 01:40 PM Apr 09, 2017Updated: 04:36 PM Dec 18, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতি দশ লক্ষ শিশুর জন্মের ক্ষেত্রে মোটে আটজনের ক্ষেত্রে এমনটা দেখা হয়৷ জন্ম হয়েছে স্বাভাবিক শিশুর৷ কিন্তু তার হৃদপিণ্ডটি বেরিয়ে আছে শরীরে বাইরে৷ সাধারণ ভাবেই তা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে হৃদস্পন্দন৷ বিরল এই রোগের কথা চিকিৎসার পাঠে বিরল নয়৷ কিন্তু চাক্ষুস দৈবাৎ হয়৷ সে ঘটনারই সাক্ষী থাকলেন মধ্যপ্রদেশের খাজুরাহো হেল্থ সেন্টারের ডাক্টারবাবুরা৷

Advertisement

শহিদ জওয়ানের পরিবারকে সরাসরি টাকা পৌঁছে দেবে ‘ভারত কে বীর’ ]

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, গত ৫ এপ্রিল সেখানে এক কন্যা সন্তানের জন্ম হয়৷ যার হৃদপিণ্ডটি শরীরের বাইরে অবস্থিত৷ বিরল এই শারীরিক অবস্থার নাম এক্টোপায়া কর্ডিস৷ ছত্তরপুরের জেলা হাসপাতালের সিভিল সার্জেন ডঃ আর এস ত্রিপাঠী জানাচ্ছেন, এই অবস্থা সচরাচর দেখা যায় না৷ বছর পাঁচেক আগে এরকম ঘটনা সামনে এসেছিল৷ গত এক দশকে এ ঘটনা ঘটল দ্বিতীয়বার৷ কেন এরকম শারীরিক অবস্থা দেখা যায়? চিকিৎসক জানাচ্ছেন, মাতৃগর্ভে শিশুর শরীর সম্পূর্ণভাবে গঠিত না হওয়ার ফলেই এই বিপত্তি৷ বিরল এই অবস্থায় কখনও হৃদপিণ্ড পুরোপুরি থোরাক্সের বাইরে, কখনওবা অংশত বাইরে থাকে৷ গলা, বুক বা কখনও তেলপেটের বাইরেও বেরিয়ে আসতে পারে হৃদপিণ্ড৷

শিশুটির বাবা পেশায় নিরাপত্তারক্ষী৷ স্বাভাবিকভাবেই এই ব্যয়বহুল চিকিৎসা চালানো তাঁর পক্ষে একরকম অসম্ভব৷ তাই রাজ্য সরকারের বিশেষ প্রকল্পের মাধ্যমেই শিশুটির চিকিৎসার ব্যয় বহন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

‘যারা রাম মন্দিরের বিরোধিতা করবে তাদের মুণ্ডচ্ছেদ করব আমরা’ ]

প্রথমে শিশুটিকে গোয়ালিয়রের একটি হাসপাতালে পাঠানো হয়৷ কিন্তু সেখানেও এর চিকিৎসা সম্ভব নয়৷ তাই পাঠানো হয় দিল্লির এইমসে৷ আপাতত সেখানেই বিরল রোগের চিকিৎসা করে শিশুসন্তানটিকে সারিয়ে তোলার চেষ্টা চালাচ্ছেন ডাক্তারবাবুরা৷

[ ভিকি নয় ‘নিকি ডোনার’, ডিম্বাণু বিক্রি করেই উপার্জন করেন এই মহিলারা ]

 

The post শরীরের বাইরে হৃদপিণ্ড নিয়ে ভূমিষ্ঠ শিশু, তাজ্জব চিকিৎসকরাও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার