shono
Advertisement
Haryana Man

প্যাশানের টানে ব্যাঙ্কের চাকরিতে ইস্তফা! কোটি টাকার গাড়ি চেপে দুধ বেচেন হরিয়ানার যুবক

ব্যতিক্রমী দুধ বিক্রেতার ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়।
Published By: Kishore GhoshPosted: 06:58 PM Apr 29, 2025Updated: 06:58 PM Apr 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানার যুবক অমিত ভাদানা মানুষকে চমকে দিতে ভালোবাসেন? প্রথমত, কোটি টাকার গাড়িতে চেপে বাড়ি বাড়ি দুধ বিক্রি করেন তিনি। এখানেই শেষ নয়, ব্যাঙ্ক আধিকারিকের মোটা মাইনের চাকরি ছেড়ে পারিবারিক দুধের ব্যবসাকেই পেশা হিসাবে বেছে নিয়েছেন। অমিতের কাণ্ড জেনে অবাক নেটিজেনরা। ভাইরাল হয়েছে দামি গাড়িতে চেপে তাঁর দুধ বেচার ভিডিও।

Advertisement

ফরিদাবাদের মহব্বাতাবাদ গ্রামের বাসিন্দা অমিত ভাদানা। স্নাতক হওয়ার পর ব্যাঙ্কের চাকরি পেয়েছিলেন। কিন্তু কয়েকদিন যাওয়ার পর অনুভব করেন, এই কাজ তাঁর জন্য নয়। শেষ পর্যন্ত চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন। ঠিক করেন পারিবারিক দুধের ব্যবসাই করবেন। প্রথম দিকে বাইকে করেই বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করেন অমিত। সময়ের সঙ্গে সঙ্গে ব্যবসা বাড়তে শুরু করে। এক সময় কোটি টাকার অডি গাড়ি কিনে ফেলেন তিনি। এখন সেই গাড়িতে করেই বাড়ি বাড়ি গিয়ে দুধ পৌঁছে দেন।

অন্যদিকে গ্রাহকরাও সকালবেলা অমিতের জন্য অপেক্ষা করেন। দামি গাড়ি থেকে নেমে ব্যতিক্রমী দুধ বিক্রেতার দুধ বিক্রির কায়দা ফোনে রেকর্ড করেন তাঁরা। অমিতের সঙ্গে ছবি তোলার জন্যও ভিড় জমে যায়। এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অমিত জানান, ছোট থেকেই গাড়ি চালানোর প্রতি ঝোঁক ছিল তাঁর। আরও বলেন, কোনও কাজই ছোট বা বড় নয়, মানুষের মানসিকতাই সেই কাজকে ছোট বা বড় করে তোলে। স্বপ্নপূরণে শুধু চাই পরিশ্রম। তাতেই সাফল্য পেয়েছেন হরিয়ানার অমিত ভাদানা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফরিদাবাদের মহব্বাতাবাদ গ্রামের বাসিন্দা অমিত ভাদানা।
  • গ্রাহকরা সকালবেলা অমিতের জন্য অপেক্ষা করেন।
Advertisement