সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন বদলে গিয়েছে। আজকের দুনিয়ায় বিখ্যাত হতে সময় লাগে না। যদিও সেই খ্যাতি কতদিনের, সেই প্রশ্ন তোলা যেতে পারে। তারচেয়ে বড় কথা, সোশাল মিডিয়ার যুগে মানুষের সমাজে বিখ্যাত হতে পারে মনুষ্যতরও। যেমন ‘বাও’। বয়স ৩ বছর। ওজন ৩ কেজি। হতে পার সারমেও, তথাপি সে নেটবাজারের হটকেক ব্যক্তিত্ব এখন। অভিভাবক শা থি গক্ ট্রানের হাত ধরে ইতিমধ্যে ঘুরে ফেলেছে পৃথিবীর বহু দেশ। ইনস্টাগ্রামে অনুরাগীর সংখ্যা দেড় লক্ষেরও বেশি। কেন?
কারণ বাও এই গ্রহের অন্যতম ধনী কুকুর। তার পোশাক, সাজসজ্জা দেখলে আচ্ছা আচ্ছা ধনী মানুষও হিংসে করবে। পৃথিবীর বিখ্যাত সমস্ত ব্র্যান্ডের প্রসাধনী, পোশাক থেকে রোদচশমা— কী নেই এই শৌখিন চারপেয়ের! শা জানিয়েছেন, বাওয়ের সংগ্রহে যা রয়েছে, তার বাজারমূল্য ২ লক্ষ টাকারও বেশি। এতেই মজেছেন নেটনাগরিকেরা। বড়লোক কুকুরের আশ্চর্য যাপনচিত্রে মুগ্ধ তাঁরা। হঠাৎই একদিন সমাজমাধ্যমে বাওয়ের নামে অ্যাকাউন্ট খোলেন শা। বাকিটা ইতিহাস!
[আরও পড়ুন: ৮ বছরের মেয়ের গলা কেটে আত্মহত্যা অধ্যাপকের! ভয়ংকর কাণ্ড হরিয়ানায়]
সমাজমাধ্যমে অনুরাগীরা বাওয়ের ‘ফ্যাশান সেন্স’ দেখে চমকে যান। কুকুরটি নাকি নিজেই সানগ্লাস-জামা-জুতো-টুপির পছন্দ-অপছন্দ জানিয়ে দেয়। সেই মতো সেজে ওঠে সকলের আদরের ছোট্ট প্রাণী। সারমেয়র জনপ্রিয়তে এতটাই বৃদ্ধি পেয়েছে যে, বিজ্ঞাপনের প্রস্তাব দিয়েছে একাধিক সংস্থা। মালিক শা অবশ্য বলছেন, ভাবিনি এত অনুরাগী তৈরি হবে বাওয়ের।