সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার হাতিদের জন্য তৈরি হচ্ছে পরিচয়পত্র! শুধু পরিচয়পত্র বলা বোধহয় ভুল হবে, বলতে হবে সচিত্র পরিচয়পত্র। এমনই উদ্যোগ নিয়েছে মধ্যপ্রদেশ বনদপ্তর। জানা গিয়েছে, গত কয়েকবছরে হাতির সংখ্যা বেড়েছে মধ্যপ্রদেশে। তাছাড়া ওড়িশা, ছত্তিশগড় থেকেও একাধিক হাতির দল মধ্যপ্রদেশে ঢুকে পড়ছে। এই অবস্থায় হাতিদের পরিচয়পত্র তৈরি করতে চলেছে মধ্যপ্রদেশ বনদপ্তর।
হাতি আর চিতাবাঘের জন্য বিখ্যাত মধ্যপ্রদেশ। দেশ-বিদেশ থেকে বহু পর্যটক আসেন হাতি, চিতাবাঘ দেখতে। বিশেষ করে কানহা জাতীয় উদ্যান, বান্ধবগড় জাতীয় উদ্যান এবং পেঞ্চ জাতীয় উদ্যানে পর্যটকদের ভিড় দেখা যায়। এর আগে বেশ কিছু বনাঞ্চলের হাতিদের নামকরণ করেছিল বনদপ্তর। আর এবার হাতিদের জন্য সচিত্র পরিচয়পত্র তৈরি করতে চলেছে বনদপ্তর।
কিন্তু কীভাবে হাতিদের চিহ্নিত করে তাদের জন্য আলাদা আলাদা পরিচয়পত্র তৈরি করবে বনদপ্তর? একটা হাতির সঙ্গে আর একটা হাতির পার্থক্য বের করতে প্রত্যেকের মাথা, কান, লেজ-সহ শরীরের বিভিন্ন অংশের ছবি তোলা হবে। সেই ছবি থেকেই একটা হাতির সঙ্গে আর একটা হাতির পার্থক্য খুঁজে বের করা হবে। তবে প্রাথমিকভাবে পুরুষ ও মহিলা হাতিদের আলাদা করা হবে। তারপরেই শুরু হবে ছবি তোলার কাজ।
