shono
Advertisement
Rajasthan

বর ৯৫, কনে ৯০! সাত দশকের লিভ ইন সেরে বিয়ে সারলেন যুগল

ডিজে আনিয়ে, বাড়ি সাজিয়ে বিয়ে দিলেন সন্তান-নাতিরা।
Published By: Subhankar PatraPosted: 04:46 PM Jun 08, 2025Updated: 04:46 PM Jun 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রয়েছে ৮ সন্তান। সন্তানদের অনেকের বয়স ৫০-এর বেশি। তাঁদের ছেলে-মেয়েদেরও অনেকেরই বিয়ে হয়েছে। কিন্তু অবাক কাণ্ড বিয়েই করেননি তাঁদের বাবা-মা! ৭০টি বছর লিভ ইনে ছিলেন! অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন নবতিপর বৃদ্ধ-বৃদ্ধা। এল ডিজে, মাইক। পাত পেড়ে খেল গোটা গ্রাম।

Advertisement

কী বিশ্বাস হচ্ছে না? সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এমনই ভিডিও। রামাভাই খারারি ও জিওয়ালি দেবী রাজস্থানের ডুঙারপুর জেলার বাসিন্দা। একজনের বয়স ৯৫, অন্যজন ৯০। দীর্ঘ ৭০ বছর একসঙ্গে রয়েছেন তাঁরা। তাজ্জবের বিষয় এতদিন একসঙ্গে থাকলেও বিয়ে করেননি তাঁরা। শেষ জীবনে তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন। আপত্তি করেননি তাঁদের ছেলে মেয়ে, নাতি-নাতনিরা।

বৃদ্ধ-বৃদ্ধার ইচ্ছা জানার পর দেরি করেননি ছেলে-মেয়েরা। বিয়ের সমস্ত আচার-অনুষ্ঠান পালন করা হয়। আনা হয় ডিজে, আলোয় সাজিয়ে তোলা হয় বাড়ি। গোটা গ্রাম তাঁদের বিয়েতে মেতে ওঠে।

বৃদ্ধ-বৃদ্ধার এক ছেলে কান্তিলাল খারারি বলেন, "ওঁরা বিয়ের ইচ্ছা প্রকাশ করে। পরিবারের কেউ তাতে বাধা দেয়নি। গায়ে হলুদ পর্ব থেকে সাতপাকে বাঁধা সবটায় হয়। গোটা গ্রাম বিয়েতে হাজির ছিল। ওরা খুশি হলেই আমরা খুশি।" তাঁদের বিয়ের ভিডিও এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রয়েছে ৮ সন্তান। সন্তানদের অনেকের বয়স ৫০-এর বেশি। তাঁদের ছেলে-মেয়েদেরও অনেকেরই বিয়ে হয়েছে।
  • কিন্তু অবাক কাণ্ড বিয়েই করেননি তাঁদের বাবা-মা! ৭০টি বছর লিভ ইনে ছিলেন! অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন নবতিপর বৃদ্ধ-বৃদ্ধা।
  • এল ডিজে, মাইক। পাত পেড়ে খেল গোটা গ্রাম।
Advertisement