shono
Advertisement
Rajasthan

'পরীক্ষা পরে দিস, আগে মুরগির মাংস কাট', পড়ুয়াকে আজব নিদান শিক্ষকের! তারপর...

সরকারি স্কুলের এমন ঘটনায় তুমুল বিতর্ক তৈরি হয়েছে।
Published By: Gopi Krishna SamantaPosted: 06:01 PM Apr 28, 2025Updated: 06:01 PM Apr 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'পরে পরীক্ষা দিবি আগে মুরগির মাংস পরিষ্কার কর!' স্কুল পড়ুয়াকে এমনই নির্দেশ দিয়ে বহিষ্কৃত হলেন শিক্ষক। রাজস্থানের উদয়পুরের একটি সরকারি স্কুলের এমন ঘটনায় তুমুল বিতর্ক তৈরি হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, এই ঘটনা সামনে আসতেই স্কুল চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। এরপর তাঁরা এই বিষয়টি নিয়ে রাজস্থানের মন্ত্রী বাবুলাল খারাদির কাছে অভিযোগ জানান। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন মন্ত্রী তৎক্ষণাৎ গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেন। মন্ত্রীর নির্দেশের পর মহকুমা আধিকারিক হাসমুখ কুমার ঘটনার তদন্ত শুরু করেন। সেই তদন্তে প্রমাণিত হয় অভিযুক্ত শিক্ষক পরীক্ষা চলাকালীন নবম শ্রেণির ছাত্র রাহুল কুমার পাগড়িকে মুরগির মাংস ছাড়িয়ে কাটতে বাধ্য করেছিলেন।

এই ঘটনার পরেই মোহনলাল ডোডার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ উঠে আসতে শুরু করে। স্কুলের বাকি পড়ুয়ারা জানিয়েছে, বেশ কয়েকদিন আগে ওই শিক্ষকের রোষে পড়েছিলেন মিড ডে মিলের রাধুনি। অভিযোগ, এরপরই ওই রাঁধুনির চাকরি চলে যায়। তারপর থেকে স্কুলের পড়ুয়ারা ঠিক ভাবে মিড ডে মিল পাচ্ছে না। জানা গিয়েছে ওই শিক্ষক ছাত্রকে দিয়ে মুরগির মাংস কাটিয়ে তা নিজের বাড়ি নিয়ে যেতে চেয়েছিলেন।

তদন্তের পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রমাণিত হতেই মোহনলাল ডোডাকে বহিষ্কারের নির্দেশ দেন জেলা শিক্ষা আধিকারিক। এদিকে এই ঘটনা সামনে আসতেই রাজস্থানে সরকারি শিক্ষার বেহাল অবস্থা আরও একবার সকলের সামনে উঠে এসেছে। একযোগে এই ঘটনার নিন্দা করেছেন সকলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নবম শ্রেণির পড়ুয়াকে মুরগির মাংস পরিষ্কার করার নির্দেশ দেন এক স্কুল শিক্ষক।
  • ঘটনা জানাজানি হতেই ওই শিক্ষকের বিরুদ্ধে মন্ত্রীর কাছে অভিযোগ জানান অভিভাবকরা।
  • গোটা ঘটনার তদন্তের পর অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার করা হয়।
Advertisement