সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মই ধর্ম! কিন্তু এই কাজের দুনিয়ার বিরুদ্ধেই বারবার ওঠে একাধিক অভিযোগ। কাজের চাপে ব্যতিব্যস্ত হয় কারওর কারওর জীবন! কিন্তু এক্ষেত্রেই যদি অন্যরকম কিছু হয়! এক্ষেত্রেই এবার ঘটেছে এমনকিছুই। মাত্র ৫ ঘণ্টা কাজের জন্য মাসিক ৫০ হাজার নেওয়ার দাবি জানিয়ে ভাইরাল এক চাকরিপ্রার্থী। যদিও তিনি ইন্টার্ন! সোশ্যাল মিডিয়ায় এমনই এক পোস্ট ভাইরাল হয়েছে সম্প্রতি। শিক্ষানবীশ পদের জন্য মাসিক ৫০ হাজার টাকা চেয়েছেন একজন, তাই নিয়েই শোরগোল পড়েছে নেটদুনিয়ায়।
কী ঘটেছে আসলে? একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান সামিরা খান নামে একজন টুইটারে লিখেছেন, আমি জেন জেডের একজনের সাক্ষাৎকার নিয়েছি আজ। ইন্টার্নশিপের জন্য আবেদন করা ওই যুবক বলেছেন তিনি কাজ আর ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষার জন্য ৫ ঘণ্টা কাজ করতে চান।’ সামিরা আরও লিখেছেন, ‘সে প্রত্যেক মাসে ৪০-৫০ হাজার টাকা স্টাইপেন্ড চান বলেও দাবি করেছেন।’
মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামিরার এই টুইট। একাধিক মন্তব্য ভেসে আসতে থাকে নেটাগরিকদের তরফে। কেউ লিখেছেন, ‘ঠিকই তো বলেছেন! ইন্টার্ন বলে কী অধিকার নেই নাকি!’ অনেকেই বলছেন, ‘এই না হলে সাহস!’ আবার কেউ কেউ লিখেছেন, ‘বাপরে! আমরা তো বুড়ো বয়সেই এসব করতে পারিনি!’ কেউ তো বহুদূর এগিয়ে বলেছেন, ‘ওঁ হয়তো আগামী এক বছরেই মাসে ৫০ লক্ষ টাকা আয় করবেন!’